সরকারি কর্মীর মর্যাদার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হাসপাতালের এজেন্সি কর্মীরা

0
87

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ

সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি কর্মীদের পাশপাশি বিভিন্ন চতুর্থ শ্রেণীর কাজের জন্য নিয়োগ করা হয়েছিল বিভিন্ন এজেন্সির লোকজন। বর্তমানে তারা নিজেদের সরকারি কর্মীর মর্যাদার দাবিতে হাজির হয় জেলা প্রশাসনের কাছে।

people | newsfront.co
সঞ্জয় ভট্টাচার্য, আন্দোলনকারী। নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে বৃহস্পতিবার এমনই কিছু কর্মী লিখিত দাবি করলেন- সরকারি কর্মীর মর্যাদা দিন, নয়তো আত্মহত্যায় অনুমতি দিন ৷ তারা এসেছিলেন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ৷ পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে ৷

letter | newsfront.co
নিজস্ব চিত্র

যার মধ্যে ২০১৬ সালে তৈরি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালও রয়েছে৷ এই হাসপাতালে সরকারি কর্মীদের পাশপাশি ১৪৯ জন এজেন্সির মারফত নিয়োগ করা কর্মীও রয়েছেন ৷ যারা সুপারভাইজার, ওয়ার্ডবয়, নিরাপত্তাকর্মী,হাউসকিপিং -এর মতো কাজ করে থাকেন। কোম্পানী থেকে এরা ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন ৷

notice | newsfront.co
নিজস্ব চিত্র

এই সমস্ত কর্মীদের মধ্য থেকে ওয়ার্ডবয় সঞ্জয় ভট্টাচার্য বলেন- “আমরা প্রতিদিন শিফট ডিউটিতে ২৪ ঘন্টাই কাজ করে থাকি ৷ কিন্তু বেতনের কোন ঠিক নেই ৷ বোনাস পাইনা ৷ নিরাপত্তা নেই কাজে, কখনও কোন ছুটি পাইনা৷ আমরা এই পরিস্থিতি থেকে সুরাহা চেয়ে প্রশাসনের কাছে অনেক বার জানিয়েছি৷ কিন্তু কোন ব্যবস্থা হয়নি৷ অথচ আমরা শাসকদলের অনুগামী হওয়াতে আন্দোলন পর্যন্ত করতে পারবনা ৷ তাই আমরা সরকারের কাছে ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছি- হয় আমাদের কোম্পানী থেকে সরিয়ে সরকারি কর্মী হিসেবে মর্যাদা দিয়ে সুযোগ সুবিধা দেওয়া হোক, নয়তো আত্মহত্যার অনুমতি দিক সরকার।”

আরও পড়ুনঃ করোনা আবহে লক্ষ্মী পুজোর প্রাক্কালে অগ্নিমূল্য সবজি বাজার

এই দাবিতে এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে লিখিত জানিয়েছে যুবকেরা৷ কয়েকদিন আগেও একই রকম ভাবে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এজেন্সি নিয়োজিত কম্পিউটার প্রশিক্ষকেরা কোম্পানী কর্তৃক বঞ্চনার কারণে সরকারি কর্মী হিসেবে স্বীকৃতির দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছিলেন৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here