১০০ কেজি গাঁজা পোড়ানো হল দেগঙ্গার রাস্তায়

0
71

নিজস্ব সংবাদদাতা, দেগঙ্গাঃ

রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হু হু করে বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে বেশ কয়েকদিন ধরেই দেগঙ্গার বেড়াচাপা বাজারে রমরমিয়ে চলছিল গাঁজার অবৈধ ব্যবসা। আর তার জেরেই এলাকায় বাড়ছিল মাদক আসক্ত, সমাজবিরোধীদের আনা গোনা।

Ganja burn | newsfront.co
পোড়ানো হচ্ছে গাঁজা। সংবাদ চিত্র

বহু বার বিক্ষোভ দেখিয়ে, থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই শেষমেশ এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ রুখতে স্থানীয় বাসিন্দারাই এবার চরম পদক্ষেপ নিলেন।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল একজনের, আহত দুই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১২টা নাগাদ দু’জন গাঁজা ব্যবসায়ী মাথায় মাদক ভর্তি বস্তা নিয়ে এলাকায় ঢুকছিল। তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। একজন পালিয়ে গেলেও আরেক ব্যবসায়ীর কাছ থেকে ওই বস্তা ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেন স্থানীয়রা। এরপরই রাস্তায় পড়ে যায় প্রায় ১০০ কেজি গাঁজা। আর তাতেই আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত পড়ুয়া, খড়্গপুর আইআইটির হোস্টেল খালি করার নির্দেশ

এর মধ্যেও যদি কিছু গাঁজা পাওয়া যায় তা নিতে হুড়োহুড়ি পড়ে যায় রাস্তায়। এদিন দুপুরে এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেগঙ্গা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রতন বিশ্বাস নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও পলাতক আরও এক মাদক কারবারি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here