রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে

0
176

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Agitation in murshidabad medical college hospital due to death of patient
মৃতার আত্মীয়।নিজস্ব চিত্র

রোগী মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দায়ী করে ফের উত্তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।রোগীর আত্মীয়দের দ্বারা চিকিৎসক নিগ্রহের অভিযোগও উঠেছে।

Agitation in murshidabad medical college hospital due to death of patient
মৃতা চাঁদনীহারা বিবি।নিজস্ব চিত্র

ঘটনার প্রকাশ এই যে,বেলা এগারোটা নাগাদ বহরমপুর থানার অন্তর্গত নওপাড়ার বাসিন্দা চাঁদনিহারা বিবি(৫৫) শ্বাসকষ্টজনিত অসুবিধা নিয়ে ভর্তি হন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।দুপুর ১২টা ৪০ নাগাদ তাঁর মৃত্যু হয়।

Agitation in murshidabad medical college hospital due to death of patient
মৃতার আত্মীয়।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গণ ইস্তফা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের

পরিবারের দাবি যে,অক্সিজেন না দেওয়ার জন্য এবং ডাক্তার চিকিৎসা না করার জন্যই এই মৃত্যু হয়।

এই অভিযোগে কর্তব্যরত নার্স আয়া কর্মীদের নিগ্রহের অভিযোগ ওঠে রোগীর পরিবারের বিরুদ্ধে।এই নিগ্রহের প্রতিবাদে নার্সরাও তাদের কাজ বন্ধ করে দেয়।বিপাকে পরে সাধারণ মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here