শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের প্রশাসনিক গাফিলতি থাকলে বরাবরই স্টেপ আউট ব্যাটিং করেন তিনি। এবার এবার গড়িয়া মহাশ্মশানের ভাইরাল ভিডিও নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাত রাজ্যের সাংবিধানিক প্রধানের। শনিবার ট্যুইট করে এই কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন তিনি।
এদিন ওই ঘটনা সম্পর্কে কলকাতা পুরসভার পুর কমিশনারের সঙ্গে ২ ঘণ্টা আলোচনার পর তিনটি টুইট করেন রাজ্যপাল। প্রথম টুইটে তিনি উল্লেখ করেন, হাসপাতাল থেকে ওই ১৪ টি দেহ শ্মশানে আনা পর্যন্ত বিস্তারিত তথ্য পুর কমিশনার তাঁকে দিয়েছেন। যাঁরা এই অমানবিক ঘটনার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন। তারপর দ্বিতীয় টুইটেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন রাজ্যপাল।
Public stance of KMC Chairperson-he will not call me is unthoughtful. He is unmindful of his obligations. Conveyed through KMC Commissioner request to see me at earliest. Would also discuss unprecedented suffering in Kolkata for over a week post Aphan due to KMC lapses (3/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 13, 2020
তিনি লিখেছেন, ‘যেভাবে মৃতদেহ, গুলি টেনে নিয়ে যাওয়া হয়েছে তা বর্বরোচিত, অশোভনীয়। এমন ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।’ এদিন তিনি ফিরহাদ হাকিমকেও তোপ দাগেন।
কলকাতা পুরসভার চেয়ারপার্সন ফিরহাদ হাকিমকেও ডেকেছিলেন রাজ্যপাল, কিন্তু মেয়র আসেন নি। এ নিয়ে রাজ্যপালের খোঁচা, পুরসভার চেয়ারপার্সন অমনোযোগী। তাঁর দেখা করার কথা ছিল, তিনি ভুলে গিয়েছেন। পুরকমিশনারের মাধ্যমে তাঁকে দেখা করার অনুরোধও জানিয়েছেন।
আরও পড়ুনঃ শ্মশান ভিডিও ঘিরে টুইট তোপ অব্যাহত রাজ্যপালের
এদিন গড়িয়া কাণ্ড নিয়ে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গেও টুইট যুদ্ধে জড়িয়েছেন তিনি। মহুয়া গড়িয়ার ঘটনা নিয়ে টুইটে লেখেন, ‘রাজ্য সরকার যখন কোভিড পরিস্থিতি, আমফান ও পরিযায়ী সমস্যার মোকাবিলা করছেন, রাজ্যপাল তখন পিছন থেকে বিজেপির দেওয়া তির ছুঁড়ছেন। পচা আপেল গাছ থেকে বেশি দূরে পড়ে না।’
এর পাল্টা টুইটে রাজ্যপাল লেখেন, ‘পঞ্চায়েতের দুর্নীতি সামনে এনে এখন বেকায়দায় পড়েছেন। আপাদমস্তক চুরি, দূর্নীতিতে ডুবে থাকা পঞ্চায়েতের চুরি সবার নজরে এনে এবার এমবির ( মমতা বন্দ্যোপাধ্যায়) অনুগ্রহ পেতে চাইছেন। রাজ্যপালকে আক্রমণ কি সেই জন্য? তবে এমন অসহায় অবস্থায় আপনি একা নন, আপনার মতো যোগ্য নেতানেত্রীদের বন্দিদশা থেকে অবাক হই।’
আরও পড়ুনঃ ‘বাংলার সরকারকে কলুষিত করছেন’, রাজ্যপালকে ট্যুইটেই পালটা জবাব স্বরাষ্ট্র দফতরের
তৃতীয় টুইটে কলকাতার প্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তোপ দাগেন রাজ্যপাল। তার দাবি, ফিরহাদ হাকিম তাঁকে ভুলে গিয়েছেন।
পুর কমিশনারের মাধ্যমে ফিরহাদ হাকিমকে দেখা করার অনুরোধও জানিয়েছেন ধনকড়। তবে পক্ষপাতদুষ্ট রাজ্যপালের সঙ্গে কখনই দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছেন কলকাতার প্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584