কর্মীদের উপর আক্রমণ,প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও কংগ্রেসের

0
158

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

Agitation in front of bdo office
নিজস্ব চিত্র

কোথাও ভোটের দিনে মারামারি চলছে তো আবার কোথাও ভোটের আগে প্রশাসনিক কর্তাদের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ করছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের কর্মী সমর্থকদের মারধরের প্রতিবাদে আজ রানীনগর ১ বিডিও অফিস ঘেরাও করল রানীনগর ১ ব্লকের কংগ্রেস সর্মথকরা।

Agitation in front of bdo office
ঘেরাও।নিজস্ব চিত্র

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রানিনগর-১ ব্লক অফিস চত্বরে। রানিনগর-১ এর ব্লক কংগ্রেসের সভাপতি ছাড়াও বেশ কিছু কংগ্রেস কর্মীরা এদিন বিডিও অফিস ঘেরাও করে।প্রায় ৫ ঘন্টা এই অবস্থান বিক্ষোভ চলে।

Agitation in front of bdo office
নিজস্ব চিত্র

ঘটনাস্থলে আসেন ৬৩, রানিনগর বিধানসভার বিধায়িকা ফিরোজা বেগমও। , সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে ফিরোজা বেগম জানান,গত মঙ্গলবার ইসলামপুরের দামোদরপুরে একটি কংগ্রেসের কর্মীসভা কে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত।তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই কর্মীসভাকে পন্ড করার চেষ্টা করে এবং পরবর্তীতে তারা কংগ্রেসের বেশ কিছু কর্মীকে মারধোর করে।

Agitation in front of bdo office
ফিরোজা বেগম,বিধায়িকা।নিজস্ব চিত্র

আর এই কারনেই কংগ্রেস কর্মীরা অবস্থান বিক্ষোভ করে রানিনগর-১ ব্লক অফিস ঘিরে।তিনি এও জানান, তিনি ও তার দলের সমর্থকরা রানীনগর ১ ব্লকের বিডিওর কাছে লিখিত ভাবে জানিয়েছেন যে, প্রত্যেকটি বুথে সেন্ট্রাল বাহিনী দিয়ে যেন ভোট করানো হয়।রাজ্য সরকারের পুলিশের উপর তার কোন ভরসা নেই।

আরও পড়ুনঃ চোপড়ায় ইভিএম ভাঙচুর,পুলিশকে ঘিরে বিক্ষোভ ভোটারদের

পরবর্তীতে,বিকাল নাগাদ পুলিশ প্রশাসন তাদের আশ্বাস দেন যে দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং আসন্ন ভোটে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে।তারপর এই অবস্থান বিক্ষোভ বন্ধ হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here