কোন উন্নয়ন হয়নি! বিধায়ক সামনে পেয়ে ক্ষোভ গড়বেতায়

0
59

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

agitation in front of mla | newsfront.co
নিজস্ব চিত্র

দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের সম্মুখীন হলেন গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী।

দিদিকে বলো কর্মসূচিতে কোন বাড়িতে যাবে কার সঙ্গে কথা বলবে কোন পাড়ায় অভিযোগ শুনবে সবটাই ঠিক করে দিয়েছিল প্রশান্ত কিশোরের টিম। সেইমতো রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের আমকোপা ৮ নম্বর অঞ্চলের সাইনি পাড়া গ্রামে গড়বেতা বিধায়ক আশীষ চক্রবর্তী ফতেসিংপুরের সাইনিপাড়া এলাকায় ঢুকে মানুষের অভাব অভিযোগ জানতে চাইলে মানুষের ক্ষোভ উগরে দেয় সাধারণ মানুষ।

agitation in front of mla | newsfront.co
ক্ষোভ।নিজস্ব চিত্র

এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর এলাকায় উন্নয়ন মূলক কোনো কাজ হয়নি সরকারি প্রকল্পের কোন গরিব মানুষ বাড়ি পাইনি। এলাকার নেতাদের উপরে বিধায়ক বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। পরে বিধায়কের নিরাপত্তারক্ষীরা বিধায়ককে বিক্ষোভের মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে আসে।

dipali sarkar | newsfront.co
দিপালি সরকার,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা দীপালি সরকারের অভিযোগ, সরকারি যে সমস্ত আবাস যোজনা রয়েছে বহুবার এলাকার তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনকে জানিয়েও কোনো সুফল পাইনি, বিগত বাম আমলের সময় যেটুকু সাহায্য পেয়েছি সেটুকু দিয়ে কোনও রকম ভাবে বাড়ি বানিয়ে রয়েছি। এমনকি বাড়ির বাইরে রান্না করে কোনও রকম ভাবে জীবন কাটাচ্ছি।

আরও পড়ুনঃ শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় মদ উদ্ধার, গ্রেফতার ১

এছাড়াও তৃণমূল আমলে এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকার তৃণমূল নেতৃত্বকে বহুবার বলা সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি উপরন্ত পাল্টা পুলিশের ভয় দেখানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। এমনই অভিযোগ করেন স্থানীয় এই প্রবীণ বাসিন্দা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here