‘বাড়াবাড়ি করেছেন মুখ্যমন্ত্রী’, কোচবিহারের তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

0
189

মনিরুল হক, কোচবিহারঃ

মিহির গোস্বামীর পরে আরও এক তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক শুরু হল কোচবিহার জেলা তৃণমূলের অন্দরে। এবার আর শুধু দল নয়, সরাসরি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে প্রশ্ন তুললেন এই বিধায়ক।

mamata banerjee | newsfront.co
কোলাজ চিত্র

যিনি বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুকের দেওয়ালে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ নাম উল্লেখ না করে।ওই আলোচিত ব্যক্তি হলেন দিনহাটার উদয়ন গুহ। যিনি কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর। এক সময়ে তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা। পরে দল পরিবর্তন করে ঘাস ফুল শিবিরে নাম লেখান।

পরবর্তীতে তিনি ফরওয়ার্ড ব্লকের দিনহাটা বিধানসভার প্রার্থী তার দীর্ঘকালের সঙ্গী অক্ষয় ঠাকুরকে পরাজিত করে তৃণমূলের বিধায়ক হওয়ার পাশাপাশি দিনহাটা পুরসভার চেয়ারম্যানও হয়েছিলেন। এই মুহূর্তে তিনি দিনহাটা পুরসভার প্রশাসক।সম্প্রতি বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ জল্পনায় জল ঢেলে রামনগরের সভা সারলেন শুভেন্দু

তার মৃত্যুর পরে শেষকৃত্য পর্যন্ত যাবতীয় কাজ তদারকি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর আগে অসুস্থ সৌমিত্রবাবুর চিকিৎসার ভারও তিনিই নিয়েছিলেন। যা নিয়েও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি মনে করেন যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে বাড়াবাড়ি করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন উদয়নবাবু তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন,“সৌমিত্রবাবুর মৃত্যুর পর মুখ্যমন্ত্রী কেন সারাদিন নিজে তদারকি করলেন ? বাড়াবাড়ি।”

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে বর্তমানে অত্যাচারি হিটলারি শাসন চলছেঃ সায়ন্তন বসু

একই সঙ্গে তিনি নিজের ফেসবুকের দেওয়ালে আরও লিখেছেন, “লুচি এত গোল ভালো না।”
এর আগেও একজন ফেসবুক পোস্টের মাধ্যমে বার্তা দিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি। যা নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে শাসকদল। এরই মাঝে নয়া বিড়ম্বনা সৃষ্টি করলেন ওই জেলারই দিনহাটা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ।

এবিষয়ে আজ উদয়ন গুহর কাছে জানতে চাইলে তিনি বলেন, “যাদের মাথায় গোবর ভড়া রয়েছে তারা এর মধ্যে থেকে অন্য কিছু খুঁজে বের করবে। যারা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে, যারা মুখ্যমন্ত্রীর কাজকে ছোট করে দেখতে চায় তাদেরকে বলা হয়েছে। যে মুখ্যমন্ত্রী এত ভাল কাজ করছে তার পরেও বলছে লুচি কেন এত গোল। তাদের উদ্দেশ্যে এই পোস্ট।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here