জৈদুল সেখ, বহরমপুরঃ
বহরমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে রাস্তার লাইট ও পানীয় জলের কল। অভিযোগের তীর তৃণমূলের দিকে৷ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাত্রে বহরমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একাধিক রাস্তার লাইট ভেঙে ফেলা হয়েছে। একাধিক পানীয় জলের কল ভেঙে ফেলা ও জলের পাইপ তুলে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে।
এলাকার কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার জানিয়েছেন, এই এলাকায় পৌরসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছে। তৃণমূল সেটা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে এই দুস্কর্মগুলি করছে। তবে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আলো ও জলের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে বলব। যদি প্রশাসন এই কাজ না করে, তাহলে আমরা এলাকার লোকের কাছে চাঁদা তুলে পরিষেবা সচল করব।
আরও পড়ুনঃ দীর্ঘ কয়েক বছর ধরে স্কুল মোড় থেকে ফকিরাবাদের রাস্তার বেহাল দশা জলঙ্গীতে
অন্যদিকে, এলাকার তৃণমূল নেতা বা পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপাই ঘোষ জানিয়েছেন, এলাকায় জল ও লাইটের ব্যবস্থা তৃণমূলই করেছিল। কংগ্রেসের নতুন কাউন্সিলরের লোকজনেরাই এই গুলি ভেঙে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। পৌরসভার বোর্ড গঠন হয়ে গেলে আমরাই আবার পরিষেবা চালু করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584