এখন বাংলার গর্ব আল কায়দা দাবি অগ্নিমিত্রার

0
71

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

bjp workshop | newsfront.co
কর্মী সম্মেলন ৷ নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি মহিলা মোর্চার কর্মী সম্মেলনে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে যোগ দেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল।

এই কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল জানান, রাজ্যের আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। তিনি অভিযোগ করেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের উপর অত্যাচার করছেন এবং পুলিশ প্রশাসন অধিকাংশ সময়ে শাসক দলের হয়ে কাজ করছে।

agnimitra paul | newsfront.co
অগ্নিমিত্রা পল ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ৮ সাংসদকে সাসপেন্ড করায় তীব্র প্রতিবাদে সোচ্চার মমতা

এছাড়াও তিনি মুর্শিদাবাদে আল কায়দা যোগ নিয়ে কটাক্ষ করে বলেন, এতদিন ছিল বাংলার গর্ব মমতা এখন হচ্ছে বাংলার গর্ব আল কায়দা। একই সাথে তিনি বলে, দীর্ঘ সাড়ে নয়টা বছরে রাজ্যের কোনও শিল্প হয়নি। নেই কোনো বেকারদের কর্মসংস্থান। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেয়নি বরং তাদের অসম্মান করা হয়েছে।

সোমবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে মহিলা মোর্চার সম্মেলন উপলক্ষ্যে প্রায় কয়েক’শ মহিলা বিজেপিতে যোগদান করেন। অগ্নিমিত্রা আরও জানান, যে সব পুলিশরা বিজেপি কর্মীদের কর্মসূচিতে বাধা দিচ্ছেন তাদের চুড়ি পড়ানোর কর্মসূচি নিয়েছেন। তিনি জানান, এই কর্মসূচি সফল করতে ডিজাইনার চুড়ি তৈরি করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here