জোড়াবাগান কাণ্ডে শশী পাঁজার সামনেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন অগ্নিমিত্রা

0
89

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

জোড়াবাগানে ধর্ষিত ও খুন হওয়া বালিকার বাড়ির ভিতরে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। বাড়ির বাইরে তখন দাঁড়িয়ে বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। জোড়াবাগানে নয় বছরের বালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

agnimitra paul | newsfront.co
অগ্নিমিত্রা পাল ৷ ফাইল চিত্র

শুক্রবার সকালে জোড়াবাগান থানায় যান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। থানা ঘেরাও কর্মসূচি নেন তাঁরা। অন্যদিকে শশী পাঁজাও মৃতার বাড়িতে যান। সেখানে মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। ওই একই সময়ে মৃতার বাড়িতে হাজির হন অগ্নিমিত্রা পালও।ঘটনাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অগ্নিমিত্রা সাফ জানান, মৃতার মায়ের সঙ্গে দেখা না করে ফিরবেন না তিনি।

আরও পড়ুনঃ ডোমকলে হাতের মধ্য পদ্মফুল, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

ঘটনা তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মতো জায়গায় সিসিটিভি নেই। অথচ মাননীয়া হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রকল্পের কথা বলেন। তৃণমূল শাসিত রাজ্যে আসল অপরাধীকে আড়াল করতেই অন্যকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন অগ্নিমিত্রা পাল।

এখানেই শেষ নয়, ঘটনার দায় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন অগ্নিমিত্রা।মৃতার বাড়ি থেকে বেরোনোর সময়ে বিজেপির এই আচরণের তীব্র নিন্দা করে শশী পাঁজা জানান, ‘এমন ঘটনায় বিজেপি এসে রাজনীতি করছে। একেবারেই এটা করা উচিত নয়’।

আরও পড়ুনঃ গোবরডাঙার ফায়ার ষ্টেশনের ইনচার্জের ডায়মন্ড হারবারের কোয়ার্টারে হানা অ্যান্টিকরাপশন টিমের

পাশাপাশি তিনি আরও জানান, ‘জোড়াবাগান কাণ্ডে সন্দেহজনক একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের কাজ দ্রুতগতিতে এগিয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here