নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আদিবাসী মেয়েকে কেন্দ্রে রেখে ফের ছোটপর্দায় আসছে বাংলা ধারাবাহিক। বাহামণি, আমনকে চিনেছে দর্শক। ভালোবেসেছে তাদের। এবার শিখাকে চেনার পালা। সে পুরুলিয়ার মেয়ে।
উচ্চমাধ্যমিকে সে জেলার মধ্যে প্রথম হয়েছে। সে গ্রামের উন্নতি চায়। ওদিকে বিলেত ফেরত ছেলে বিক্রমের বাবা সেই গ্রামে রিসর্ট গড়ে ব্যবসা চালাতে চায়। স্থানীয় মানুষকে হাতে রাখতে বিক্রমের বাবা সেখানে হাসপাতাল গড়ার কথা ঘোষণা করে মঞ্চে।
বিলেত ফেরত বিক্রমকে সংবর্ধনা জানাতে শিখা তার গলায় মালা পরায়। আবার বিক্রম সৌজন্য দেখাতে শিখার গলাতেও মালা পরায়। আদিবাসীদের মধ্যে যা বিয়ের নামান্তর।
কী হবে এরপর? বিক্রমের পরিবার কি মেনে নেবে এই বিয়ে? জানা যাবে ২৫ জানুয়ারি থেকে। এই ধারাবাহিকে এক বলিষ্ঠ চরিত্রে দেখা দেবেন চান্দ্রেয়ী ঘোষ। মুখ্য পুরুষ চরিত্রে দেখা দেবেন সৌর্য ভট্টাচার্য।
আরও পড়ুনঃ শুরু কাউন্ট ডাউন- আসছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’
আর মুখ্য নারী চরিত্রে আরাত্রিকা মাইতি।পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’-এর প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। সৌর্য,আরাত্রিকা, চান্দ্রেয়ী ছাড়াও থাকবেন সাগ্নিক, বুদ্ধদেব ভট্টাচার্য সহ আরও অনেকে।
পুরুলিয়ায় ২০ দিনের শুটিং সেরে ভারতলক্ষ্মী স্টুডিওতে ঢুকবে ইউনিট। ২৫ জানুয়ারি থেকে প্রতিদিন রাত ৮ টায় সম্প্রচারিত হবে ‘অগ্নিশিখা’, সান বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584