আকাশের নস্ট্যালজিয়া

0
843

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বিনোদন যে এভাবে মানুষকে নস্ট্যালজিয়ায় ডুবিয়ে দেবে কে জানত? আমরা কত পুরনো কথা ভেবে নস্ট্যালজিক হই। এবার সেখানে ফুলস্টপ বসিয়ে দিচ্ছে বিনোদন চ্যানেলগুলি। এর আগে জি বাংলা, স্টার জলসা এবং কালারস বাংলার অনুষ্ঠান সম্প্রচারের নতুন তালিকা হাজির করেছি আপনাদের কাছে।

Akash Aath | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এবার পালা আকাশ আট চ্যানেলের। আকাশ আটের ডিরেক্টর ইশিতা সুরানা জানিয়েছেন, “করোনা থেকে নিজেকে লুকিয়ে রাখতে ঘরে থাকুন। ডুব দিন ঘরোয়া বিনোদনে।”

Bhaswar Chatterjee | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আকাশ আটে ফিরছে তাদের বেশ কিছু ফেলে আসা জনপ্রিয় অনুষ্ঠান। হাজির হচ্ছে জননী, সাহিত্যের সেরা সময়, লেজেন্ডস, ওম সাঁই রাম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।

serial | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

অশোক সুরানার প্রযোজনায় ধারাবাহিক ‘জননী’ প্রথম সম্প্রচারিত হয় কলকাতা দূরদর্শনে। এরপর নতুন করে তা আবার আসে আকাশ আটে। আকাশ আটের ‘জননী’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অনুরাধা রায়, মৃণাল মুখার্জি, রেশমি সেন, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, কুশল চক্রবর্তী সহ আরও অনেকে। পরিচালক সুশান্ত বসু। এবার আরও একবার জননীর পরিবারের সঙ্গে মোলাকাতের পালা। সোম থেকে শনি রাত সাড়ে ৯ টায় দেখুন ‘জননী’।

Anuradha Ray | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আসছে ‘সাহিত্যের সেরা সময়’। বাংলার প্রবাদপ্রতিম সাহিত্যিকদের লেখা গল্প-উপন্যাস অবলম্বনে তৈরি এই ফায়নাইড সিরিজ দেখা যাবে সোম থেকে শনি সন্ধে ৭টায়।

আরও পড়ুনঃ লকডাউনে গৃহবন্দি দেশ, দূরদর্শনে ফিরছে ‘রামায়ণ’

ছয় মাসের মেগা ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’ পুনঃসম্প্রচারিত হবে সোম থেকে শনি সন্ধে সাড়ে ৭টায়। দেবিদাস ভট্টাচার্যের পরিচালনায় এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে রয়েছেন লিলি চক্রবর্তী, ছন্দা চ্যাটার্জি, মনোজ মিত্র, নচিকেতা চক্রবর্তী সহ আরও অনেকে।

জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা কোনও কোনও সন্তানের কাছে একদিন হয়ে ওঠেন বোঝাস্বরূপ। মা-বাবাকে নিজের ফ্ল্যাটে, বাড়িতে জায়গা দিতে অপারগ হয় তারা। তাই তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। এমনই বিষয়কে কেন্দ্র করে এই ধারাবাহিক।

সাঁই বাবার জীবন সম্বলিত ধারাবাহিক ‘ওম সাঁই রাম’ সম্প্রচারিত হবে সোম থেকে শনি সন্ধে সাড়ে ৬ টায়। পরিচালনা করেন সুশান্ত বসু। সাঁই বাবার চরিত্রে দিব্য মানিয়েছিল ভাস্বর চট্টোপাধ্যায়কে। আর একবার ফিরে দেখা হবে তাঁর সঙ্গে। রবিবার সকাল সাড়ে ৯ টা থেকে টানা তিন ঘণ্টা দেখুন ‘লেজেন্ডস’।

রইল চ্যানেল থেকে পাঠানো অনুষ্ঠানের নতুন তালিকার স্ক্রিন শট।

  • স্ক্রিনশট (১)

screenshot | newsfront.co
স্ক্রিনশট ১
  • স্ক্রিনশট (২)

screenshot | newsfront.co
স্ক্রিনশট ২
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here