সংক্রমণ রুখতে গান গেয়ে সচেতনতা, দুঃস্থদের সামগ্রী বিলি অগ্ৰগামী সংঘের

0
24

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

গান গেয়ে করোনা ভাইরাস নিয়ে জনগণকে সচেতন করার জন‍্য অভিনব উদ‍্যোগ গ্ৰহণ করল হ‍্যামিল্টণগঞ্জ অগ্ৰগামী সংঘের সদ‍স‍্যরা । করোনা ঠেকাতে কি কি করণীয় তা গানের মাধ‍্যমে তুলে ধরছে অগ্ৰগামী সংঘের সদস্যরা ।

distribution | newsfront.co
সামগ্রী বিলি। নিজস্ব চিত্র

শুক্রবার কালচিনি ব্লকের হ‍্যামিল্টণগঞ্জের বিভিন্ন এলাকায় গান গেয়ে গেয়ে জনগণকে সচেতন করান তারা । এছাড়াও এদিন দুঃস্থ পরিবারদের বাড়ি গিয়ে চাল, আটা, ডাল, বিস্কিট ইত‍্যাদি খাদ‍্য সামগ্ৰী পৌঁছে দেন অগ্ৰগামী সংঘের সদস্যরা ।

আরও পড়ুনঃ পুরসভার উদ্যোগে ডোমকল শহরে ভাইরাস ধ্বংস করতে রাসায়নিক স্প্রে

তবে এ বিষয়ে অগ্ৰগামী সংঘের সম্পাদক গোবিন্দ বাগচী জানান, ‘যে করোনা নিয়ে জনগণকে সচেতন করতে তারা হ‍্যামিল্টণগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে গান করছেন । এছাড়া দুঃস্থ মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ‍্যসামগ্ৰী পৌঁছে দিয়ে আসছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here