গলসিতে কৃষি মেলার সূচনা

0
66

সুদীপ পাল,বর্ধমানঃ

agricultural fair in Gulsei
সূচনা।নিজস্ব চিত্র

মাটি কৃষি উদ্যান পালন মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় ও প্রাণিসম্পদ মেলা শুরু হল গলসি ২ ব্লকে।পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।গলসি হাইস্কুল ময়দানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিধায়ক অলোক মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা যেমন ছিলেন তেমনই উপস্থিত ছিলেন এলাকায় কৃষক শ্রেনীর মানুষরা।জানা যায়,তিনদিন ধরে চাষীদের উৎসাহ দেবেন কৃষি বিশেষজ্ঞরা। কীটনাশক প্রয়োগ থেকে শুরু করে জৈব সার কিভাবে দেওয়া উচিৎ তা নিয়েও আলোচনা করা হবে। কৃষকদের উৎপাদিত কৃষিজ পন্য দিয়ে মেলা সাজানো হয়েছে। মেলায় চাষিদের উৎপাদিত বিভিন্ন ফসল এবং কৃষি কাজের আধুনিক যন্ত্রের প্রদর্শনী একদিকে যেমন এলাকায় কৃষিকাজে উৎসাহ দান করবে,তেমনই আধুনিক উপায়গুলিও কৃষি কাজে প্রয়োগ করার হবে।তাতে কৃষিকাজের বিকাশ ঘটবে বলে মত এলাকাবাসীর এবং আধিকারিকদের।

আরও পড়ুনঃ কাউন্সিলরের শ্বশুরের আত্মহত্যা ঘিরে বিতর্ক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here