স্বনির্ভর গোষ্ঠীর হাতে সোলার স্প্রে তুলে দিল কৃষি আধিকারিক

0
141

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

স্বনির্ভর দলগুলির মধ্যে সোলার মেশিন বিতরন করল কৃষি দপ্তর।বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র এবং সহ কৃষি অধিকর্তার করনের ব্যবস্থাপনায় বালুরঘাট শহরের কৃষি ভবন চত্বরে ব্লকের ১১টি স্বনির্ভর দলের হাতে সোলার স্প্রে মেশিন তুলে দেয় বালুরঘাট ব্লকের কৃষি আধিকারিকরা।

সোলার স্প্রে তুলে দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

এর পূর্বে জেলার অধিকাংশ কৃষকরা জমিতে চাষাবাদের ক্ষেত্রে হ্যান্ড পাম্প ব্যবহার করত ফলে এক দিকে কৃষকদের কায়িক পরিশ্রম যেমন বেশী করতে হত তেমনি জমিতে স্প্রে করার জন্য সময়ও বেশী লাগত কিন্তু সোলার চালিত এই স্প্রে মেশিন ব্যবহারের ফলে সুবিধা হবে কৃষকদের এমনটাই মনে করছে স্বনির্ভর দলের সদস্য-সদস্যারা।

নিজস্ব চিত্র

বালুরঘাট ব্লকের স্বনির্ভর দলের সদস্যা সুমিতা সরকার জানান তারা কৃষি দপ্তরের এহেন উদ্যোগে খুবই আনন্দিত এবং এর পাশাপাশি এই কারনে এদিন স্ব নির্ভর দলের সদস্য-সদস্যরা রাজ্য সরকারকে ধন্যবাদও জানায়।বালুরঘাট ব্লকের সহ কৃষি অধিকর্তা পার্থ মুখার্জী বলেন সোলার স্প্রে মেশিন বিতরণ প্রসঙ্গে বলেন এর ফলে স্প্রে করার কষ্ট কম হবে এবং সেই সঙ্গে অল্প সময়ে বেশী জায়গায় স্প্রে করা সম্ভব হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here