নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মুজনাই নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হতে বসেছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রামপঞ্চায়েতের মধ্য দেওগাঁও এলাকার কৃষিজমি। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে মুজনাই নদী ৷ জানা গিয়েছে, গত তিন-চার বছর ধরে স্থানীয় বাসিন্দা শ্যামল বিশ্বাস, উপেন বিশ্বাসের ৭-৮ বিঘা ধান ক্ষেত নদী গর্ভে চলে গিয়েছে।
বর্ষায় একটু একটু করে গ্রামের অনেক কৃষি জমি নদীর গর্ভে চলে যেতে বসেছে৷ ক্রমাগত বর্ষণে নদীর জল বেড়ে যাওয়ায় এবছর বর্ষার প্রথম থেকেই নদীর ভাঙন শুরু হয়েছে৷ নদীর গ্রাসে এবার ভিটেমাটি ছাড়ার উপক্রম হয়েছে সংশ্লিষ্ট গ্রামের ৫-৭ টি পরিবার৷ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে সেচ দফতরে বারংবার বলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর ৷
আরও পড়ুনঃ সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী
আরও পড়ুনঃ সংক্রমণের আতঙ্কে দাহ কাজে বাধা, পুলিশি হস্তক্ষেপে সমাধান
প্রতিশ্রুতি পেলেও কাজের কাজ কিছু হয়নি ৷ ক্ষুব্ধ গ্রামবাসিরা বলছে, ভিটেমাটি হারালে কোথায় গিয়ে আশ্রয় নেব আমরা! এদিকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান রোহিফুল আলম বলেন, “বিষয়টি সেচ দফতরকে জানানো হয়েছে৷ তবে পদক্ষেপ গ্রহণে সময় লাগবে বলে তিনি জানান।” তবে চলতি বর্ষায় যে চরম আতঙ্কে কাটাতে হবে মধ্য দেওগাঁও গ্রামের বাসিন্দাদের তা বলার অপেক্ষা রাখেনা৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584