করোনার প্রভাব এবার চাষের জমিতেও, মাথায় হাত চাষিদের

0
35

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

মহামারী করোনা আতঙ্ক এখন গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ।এই চ্যালেঞ্জের থেকে বাদ যায়নি গোটা দেশ এবং রাজ্যও । দেশের অর্থনীতি থেকে সমাজ, যখন নোভেল করোনা ভাইরাসের প্রভাবে টালমাটাল , তখন অর্থনীতি ও কৃষি ক্ষেত্রে আরও বেশি করে প্রভাব ফেলেছে এই আতঙ্ক ।

farming | newsfront.co
বন্ধ চাষ আবাদ। নিজস্ব চিত্র

করোনা আতঙ্কের জেরে সোনামুখীর বিভিন্ন প্রান্তে কৃষি ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। যার ফলে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা । মানুষের মনের মধ্যে আতঙ্ক গ্রাস করায় বাড়ির বাইরে কেউ বের হচ্ছেন না। ফলে চাষিরা ফসল পরিচর্যা করার জন্য প্রয়োজনীয় শ্রমিক পাচ্ছেন না ।

আরও পড়ুনঃ সংক্রমণ এড়াতে হাত ধোয়ার বিজ্ঞপ্তি জারি কর্তৃপক্ষের, নইলে প্রবেশ নিষেধ

agriculture | newsfront.co
গাছের গোড়ায় আগাছা। নিজস্ব চিত্র

ফলে ফসল পরিচর্যা করতে না পারায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের । ধান জমি থেকে শুরু করে পটল, শসা, কচু, করোলা, বাদাম সহ বিভিন্ন ফসলের গোড়া আগাছায় ভরে যাচ্ছে। ফলে সহজেই গাছ নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমিকের অভাবে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছেন চাষিরা ।

farmer | newsfront.co
পরিচর্যায় কৃষক। নিজস্ব চিত্র

কবে এই করোনার আতঙ্ক কাটবে সে প্রশ্ন সকলেরই অজানা । তবে শ্রমিক না পেয়ে কোনও কোনও চাষি, ছেলে মেয়েদেরকে নিয়ে চাষের কাজে হাত লাগিয়েছেন ।

আরও পড়ুনঃ কোচবিহার হাসপাতালে রক্তের দালালির অভিযোগ

Laksman Sarkar | newsfront.co
লক্ষণ সরকার, কৃষক। নিজস্ব চিত্র

তবে এ নিয়ে লক্ষণ সরকার, তাপস সরকারের মত চাষিরা বলেছেন,”করোনা আতঙ্কের জেরে কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না । ফলে চাষের জন্য প্রয়োজনীয় শ্রমিক পাচ্ছিনা । ঘাসে ফসল ভরে যাচ্ছে।

তার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের । যেহেতু চাষের উপর নির্ভর করে আমাদের সংসার চলে, তাই ফসলের ক্ষতি হলে আগামী দিনে সংসার চলবে কি করে। তাই ভেবে রাতের ঘুম ছুটেছে আমাদের”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here