নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বর্তমানে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই নির্ভর করে কৃষির উপর। কিন্তু বর্তমানে আবহাওয়ার পরিস্থিতিতে অনেকটাই ক্ষতির মুখে বর্তমান চাষিরা।
এবার সেই ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে এসে দাঁড়ালো রাজ্য সরকার, ধান চাষ ও গম চাষের পাশাপাশি অন্য সব ফলের চাষের মধ্য দিয়ে কিভাবে চাষিরা স্বাবলম্বী হবে সেই দিকেই নজর দিচ্ছে রাজ্য সরকারের হটিকালচার ডিপার্টমেন্ট।
সেই মতন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২নং ব্লকের কমিউনিটি হলে এলাকার বেশকিছু চাষীদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবির হয়ে গেল মঙ্গলবার।
আরও পড়ুনঃ বয়স্ক বিধবাদের ভাতা প্রদান ও রক্তদান শিবিরের আয়োজন
মূলত বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত প্রযুক্তির দ্বারা কিভাবে চাষিরা ভালো ফলন পাবে সেই দিকে নজর রেখে মূলত আজকের প্রশিক্ষণ শিবির। এইদিন এলাকার ৫০জন চাষিকে নিয়ে চলে এই প্রশিক্ষণ শিবির। শিবিরের শেষে চাষীদের বিভিন্ন ফলের চারা ও দেওয়া হয়।
এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি সহ দাঁতন ব্লকের অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584