নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে শস্য পর্যায় ভিত্তিক কৃষি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্ৰাম পঞ্চায়েতের আউসাবাঁদী গ্ৰামে। ওই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল,বিডিও ফারজানা খানম, কৃষি আধিকারিক ভিক্টর ব্যানার্জি ও মনিদহ গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান অঞ্জন কুমার বেরা।
ভারতের সবুজ বিপ্লব আনয়ন(বিজিআরইএফ)প্রকল্পের মাধ্যমে ড্রাগন ফুড, খাঁকী কেম্বেল হাঁস,খড়্গেশ্বর মুরগি পালনের উদ্দ্যোগ গ্ৰহণ করা হয়েছে ৪৭ টি আদিবাসী পরিবারের সদস্যদের নিয়ে, কৃষি ও উদ্দ্যান পালন বিভাগের সহযোগীতায়।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে দাম নিয়ন্ত্রণের অভিযানে নেমে খালি হাতে ফিরতে হল অভিযানকারি দলকে
ওই গ্রামের আদিবাসী পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মনিদহ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বৃহস্পতিবার কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
ওই শিবির থেকেই আদিবাসী পরিবারগুলিকে প্রয়োজনীয় সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। যাতে আগামীদিনে ওই আদিবাসী পরিবারগুলি স্বনির্ভর হয়ে ওঠে। তার জন্যে এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584