সাতগাছিয়ায় বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযোগ অস্বীকার তৃণমূলের

0
127

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল ,অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সাতগাছিয়া বিধানসভার নোদাখালী থানার অন্তর্গত ৭ নং মণ্ডলের কামরা অঞ্চলের ২৮১ নং বুথে ।

bombing place | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ বেশ কয়েক দিন ধরে সুজন মন্ডলের বাড়িতে হামলার ছক করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।অপরাধ বিজেপি দলের সঙ্গে তিনি যুক্ত । নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেও থামেনি হুমকি । হঠাৎই বাড়িতে বোমা নিক্ষেপ করা হলে বিকট শব্দে প্রতিবেশীরা চিৎকার শুরু করে ।

এই ঘটনায় নোদাখলি থানায় খবর দিলে পুলিশ প্রথমে নীরব দর্শকের ভূমিকা পালন করে। অবশেষে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয় দূরভাষের মাধ্যমে । দীর্ঘ সময় পর নোদাখালী থানার পুলিশ ঘটনাস্থলে আসে ।

আরও পড়ুনঃ তপনে ভস্মীভূত বাড়ি, চাঞ্চল্য

বিজেপির দাবি, পায়ের তলায় মাটি নেই তৃণমূলের । সদ্য দলত্যগ করেছে সাতগাছিয়া তৃণমূল বিধায়িকা সোনালী গুহ । তিনি বিজেপিতে যোগদান করার পর গতকাল রাতে বিজেপির ঝান্ডা লাগানোর কারণে এই ঘটনা ঘটানো হয় ।

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের কর্মী বৃন্দ ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য উদয় মন্ডলের নেতৃত্বেই এই হামলা চালানো হয় ৷ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here