উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
অতীত ইতিহাসের কথা জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শুক্রবার বিজেপির মধ্য কলকাতার পাঁচতারা হোটেলের মিডিয়া সেন্টারে বসে সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য দলের স্মৃতিচারণ করে তৃণমূল কংগ্রেসকে দুষলেন।
এদিন তিনি বলেন, ” বিজেপির কোনও নেতাই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও কটুকথা বা একটি অপ শব্দ তাঁর বিরুদ্ধে ব্যবহার করেননি। বিজেপি কখনও অতীত ভুলে না। বিশেষ করে তার এক সময়ের জোট সঙ্গীকে। প্রধানমন্ত্রীও বক্তব্য রাখতে এসে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কোনও ব্যক্তিগত কটু বাক্য বলেননি। কারণ একদা বিজেপির জোট সঙ্গীর বিরুদ্ধে বিমাতৃসুলভ ব্যবহার না করলেও রাজনৈতিক লড়াই করে। একদা বিজেপি- তৃণমূল কংগ্রেস জোট থাকাকালীন নন্দীগ্রাম আন্দোলন ও ধর্মতলার অসহযোগ আন্দোলন সর্বদা তৃণমূল কংগ্রেসের পাশে ছিল। সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি গ্রেফতারও বরন করেছিলেন।”
আরও পড়ুনঃ কমিশনের সিদ্ধান্তই বহাল! প্রার্থী হতে পারবেন না উজ্জ্বল কুমার, রায় ডিভিশন বেঞ্চের
পরে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “নন্দীগ্রামে নিজের ওপর আক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী অবস্থান বদল করেছেন। আমরা চাই উনি সুস্থ্য থাকুন। আবার মুখ্যমন্ত্রী প্রচারে বের হোন। আসলে মুখ্যমন্ত্রী তাঁর এই জখম হওয়া নিয়ে একটা শান্তির বার্তা দিতে চেয়েছেন। তাঁর দলের কর্মী ও সমর্থকদের সংযত থাকার কথাও বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর দলের সিনিয়ার নেতারা উল্টো বিবৃতি দিয়ে সংঘাতের বাতাবরণ তৈরি করছেন। তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে জখম হন তার কামনা করছেন ব্রিগেডের জনসভার বক্তব্যে। কিন্তু এই সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের হাতে রয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের রেকর্ডিং। জেনেবুঝে ইচ্ছা করে মিথ্যা বলছেন তাঁরা।”
আরও পড়ুনঃ নন্দীগ্রামের মানুষ দিদিকে জবাব দেবেঃ কৈলাশ বিজয়বর্গীয়
পরে শমীক ভট্টাচার্য অভিযোগ করেছেন, “তৃণমূল, বাম, ভাইজান আর মুর্শিদাবাদ কংগ্রেস এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ত এই ভোটে।”
পরে তাঁর আরও অভিযোগ, “তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করছে। আমরা নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করছি না। কিন্তু নির্বাচন কমিশনের প্রতি আমাদের আরও দাবি রয়েছে। আসলে তৃণমূল কংগ্রেস পায়ের তলায় জমি হারিয়ে এসব করছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584