শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
গত ১ লা ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস। বিশ্ব ব্যাপী বহুল চর্চিত এক মারণ ভাইরাস HIV । এই ভাইরাসে আক্রান্ত রোগীরা এইডসের রোগী বলে পরিচিত। এই রোগকে কেন্দ্র করে মানুষের মধ্যে আছে ভ্রান্ত বিশ্বাস ও নানা কুসংস্কার যুক্ত ভাবনা।
এই রোগে আক্রান্ত রোগীদের চিরাচরিত সমাজ ব্যবস্থা বাঁকা চোখে দেখে। তাদেরকে সমাজ থেকে বহিস্কৃত করে এক ঘরে করে রাখা হয়। এই রোগে আক্রান্ত রোগীদের জীবন শেষ হয়ে গেছে বলে ভুয়ো ধারণা ছড়িয়ে আছে সমাজের আনাচে কানাচে। ফলে রোগী চিকিৎসা করানোর আগেই মানসিক অবসাদে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এছাড়াও এই রোগ ছড়ানোর বিষয়টি নিয়ে এখনও মানুষ মনে ভ্রান্ত ধারণা পোষন করেন। সমাজের বৃহৎ অংশ এখনও বিশ্বাস করে এই রোগ একটি ছোঁয়াচে রোগ। তাই এই রোগীদের কাছ থেকে মানুষ দূরে থাকার চেষ্টা করে, দুঃসহ হয়ে উঠে রোগীদের জীবন। আবার অনেকে মনে করেন, এই রোগ মশা বাহিত।
এই সমস্ত বিষয় গুলোকে মাথায় রেখে আজ বৃহস্পতিবার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে এবং লালগোলা থানার সহায়তায় আয়োজিত হয়েছিল এইডস সচেতনতা শিবির। শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল লালগোলা নেতাজী মোড়ে। সেখানে কৃষ্ণপুর হাসপাতালের একজন ডাক্তার, কয়েকজন নার্স, আশা কর্মী এবং ল্যাব স্পেশালিস্ট কর্মীবৃন্দ সহ প্রশাসনের সদস্যগণ।
আরও পড়ুনঃ ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ কর্মসূচি কাগ্রাম হাইস্কুল কর্তৃপক্ষ ও শিক্ষাবন্ধুদের
আজকের এই শিবির থেকে মানুষকে এইডসের ব্যাপারে সচেতন করা হয়। পাশাপাশি কয়েকশো মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হয় HIV পরীক্ষা করার জন্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584