ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ কর্মসূচি কাগ্রাম হাইস্কুল কর্তৃপক্ষ ও শিক্ষাবন্ধুদের

0
100

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ নিল শিক্ষাবন্ধুরা। গতকাল মঙ্গলবার কাগ্রাম অঞ্চলের ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের সাথে সাক্ষাৎ করেন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাবন্ধুরা। সরকারি ঘোষণা অনুযায়ী গত ১৬ই নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি ক্লাস শুরু কাগ্রাম হাইস্কুলেও।

কিন্তু ক্লাসে উপস্থিতির হার আশানুরূপ না হওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষাবন্ধুরা এই বিশেষ কর্মসূচি গ্রহণ করে। দীর্ঘদিন মহামারীর জন্য স্কুল বন্ধ থাকার ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ও লেখাপড়া সম্পর্কে অনীহা কেউবা অন্য কাজে নিয়োজিত, কেউ আবার পরিবারকে আর্থিক সাহায্যের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছে বলে জানা যায়।

ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলার পর তারা জানান যে, স্কুল ফেরত পাঠাতে তারাও আগ্রহী। কিন্তু শিক্ষাবন্ধুরা এ বিষয়ে আরো জানান, দীর্ঘদিন স্কুলের সঙ্গে বা পড়াশোনার সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের অনীহা বা স্কুলবিমুখ লক্ষ্য করা গেছে। এই বিষয়ে তারা মনোবিদের পরামর্শ নেওয়ার কথা বা ছাত্রছাত্রীদের কাউন্সিলিংয়ের কথা ভাবছেন। গত কয়েকদিন ধরে এই কর্মসূচির ফলে স্কুলের উপস্থিতিতে উন্নতি দেখা দিয়েছে। অনেকেই পড়াশোনার মানসিকতা হারিয়ে ফেলেছে। লক্ষ্য করা গেছে, পারিবারিক ব্যবসা ও ভিন রাজ্যে কাজে পাড়ি দেওয়া কিংবা বিয়ে করে শ্বশুর বাড়ির চলে যাওয়ার জন্য পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ এসএসসি দূর্নীতির বিরুদ্ধে এবং সব বেকারের কাজের দাবিতে বহরমপুরে সভা ও বিরাট মিছিল

তবে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা বন্ধুদের ছাত্রছাত্রীদের সঙ্গে বা তাদের অভিভাবকের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ও তাদের সমস্যা কথা জানার পর অনেকটা সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। গ্রামাঞ্চলের বেশিরভাগ ছাত্র ছাত্রীরা আর্থিক ভাবে পিছিয়ে পড়ার জন্য তারা পরিবারকে অর্থ সাহায্য করার জন্য বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছে। শেষ দুই বছরে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। যদিও কাগ্রাম স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা বন্ধুদের এই কর্মসূচি স্কুল বিমুখ ছাত্র-ছাত্রীদের পুনরায় শিক্ষাঙ্গনে ফিরে আনতে অনেকটা সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here