এআইডিএসও-র ৬৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন পশ্চিম মেদিনীপুরে

0
95

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

aidsco | newsfront.co
নিজস্ব চিত্র

জল, জঙ্গল জীবন-জীবিকা রক্ষার অঙ্গীকার নিয়ে সাতষট্টিতম প্রতিষ্ঠা দিবস পালন করল ছাত্রসংগঠন এআইডিএসও। সোমবার মেদিনীপুর,বেলদা, দাঁতন, খড়গপুর, সবং,পিংলা, জাহালদা সহ পশ্চিম মেদিনীপুরের জেলার সর্বত্র মিছিল,পথসভা ছাড়াও ফুটবল,অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারা। বেলদায় অনুষ্ঠিত হয় একদিনের ফুটবল প্রতিযোগিতা।

member | newsfront.co
নিজস্ব চিত্র

এখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি। সবং এ অনুষ্ঠিত হয় আবৃত্তি,অঙ্কন প্রতিযোগিতাসহ সারাদিনের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সন্দীপন জানা।

আরও পড়ুনঃ সোমবারও সরগরম দাঁতন, শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের

members | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শ্রম দফতরের বৈঠকে মন্ত্রীদের সামনেই নেতাজি ইন্ডোরে ধুন্ধুমার

মেদিনীপুরে একটি সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করে। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সিদ্ধার্থ শংকর ঘাঁটা। জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন,”ভারতের আপোষহীন ধারার বিপ্লবীদের অপুরিত স্বপ্নকে বুকে নিয়ে বৈজ্ঞানিক-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শিক্ষার দাবিতে কলকাতার গুটিকয়েক ছাত্র এই সংগঠন শুরু করেছিল।

আজ সারাদেশব্যাপী আমাদের সংগঠনের নেতৃত্বে শিক্ষার দাবি ছাড়াও বিভিন্ন আন্দোলন চলছে। আজ কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে শিক্ষার সার্বিক বেসরকারিকরণের নীল নকশা ছাত্র স্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রণয়নের করছে,সাথে সাথে কৃষকদের সর্বস্ব লুট করার ফাঁদ নয়া কৃষি আইন, শ্রমিক স্বার্থবিরোধী নয়া শ্রম আইন আনছে এর বিরুদ্ধে সারা দেশব্যাপী দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার শপথ নিচ্ছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here