ওয়েব সিরিজে মোস্ট ওয়ান্টেড ক্ষুদিরাম! প্রতিবাদ কোচবিহারে

0
27

মনিরুল হক,কোচবিহারঃ

suci protest | newsfront.co
নিজস্ব চিত্র

স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ছবিকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রেখে বিতর্কে জড়িয়ে পড়া ‘অভয়-২’ ওয়েব সিরিজের বিরুদ্ধে এবার পথে নেমে আন্দোলনে নামল এআইডিএসও এবং এআইএমএসএস। আজ ওই দুই সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরের সাগরদিঘি স্কোয়ারে প্রতিবাদ সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ওই দুই সংগঠনের নেতা জাহিদুল হক, আসিফ আলম, নমিতা বর্মন ও রাখি কাঞ্জিলাল সহ বেশ কয়েকজন নেতা ও কর্মী বৃন্দ ।

সম্প্রতি ‘জি ফাইভ অরিজিন্যাল’ নামক একটি ওয়েব প্ল্যাটফর্মে ‘অভয়-২’ নামে একটি ওয়েব সিরিজের একটি দৃশ্যে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় দেখানো হয়। ওই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা বাংলা জুড়ে ব্যাপক সমালোচনার বন্যা বয়ে যায় । যদিও পরে ‘অভয় ২ ‘ওয়েব সিরিজের নির্মাতারা ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ওয়েব সিরিজের ট্রেলরটি তুলে নেন। এমনকি মূল ওয়েব সিরিজে ওই অংশটি বাদ দেওয়া হবে বলেও আশ্বাস দেন। কিন্তু তারপরেও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ চরম আকার নেয়।

members | newsfront.co
প্রতিবাদ ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মাটিগাড়াতে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার,গ্রেফতার দম্পতি

এদিন পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও’র কোচবিহার জেলা সম্পাদক জাহিদুল হক বলেন, ক্ষুদিরাম বসু স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে প্রথম শহিদ। কিন্তু তাঁকে এভাবে আসামীর তালিকায় রেখে অসম্মান করা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

তবে শুধু এবারই নয়, এর আগেও ক্ষুদিরাম বসুকে মধ্য শিক্ষা পর্ষদের বইয়ে সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ করা হয়েছিল , আশির দশকে নেতাজীর হাতে মদের বোতল ধরিয়ে দেওয়ার ছবির ঘটনাও ঘটেছে। এসব ইতিহাসকে বিকৃত করার চেষ্টা। এর আগেও আমরা এর প্রতিবাদ করেছি। এবারও করছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here