নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের আক্রমণ ও লাঠি চালনার অভিযোগে কোচবিহারের হরিশপাল চৌপথীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন ডিএসও।
ডিএসও-র পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার সারা দেশের সাথে মিলিয়ে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অগণতান্ত্রিক ও বিভেদকামী ক্যাব বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল।
আরও পড়ুনঃ গণতান্ত্রিক আন্দোলনের বার্তা দিয়ে তৃণমূলের মিছিল
হঠাৎ বিজেপি সরকারের মদতপুষ্ট পুলিশ বাহিনী বিশ্ববিদ্যালয়ে ঢুকে নির্বিকারে ছাত্রদের উপর লাঠি চালায়। টিয়ার গ্যাস ফাটায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র ছাত্রী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রসমাজের উপর পুলিশের এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে সারা দেশের সাথে আজকে কোচবিহারে ডি এস ও এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও রাস্তা অবরোধ করা হয়। এই পথ অবরোধের ফলে হরিশপাল চৌপথী এলাকায় যানজটের সৃষ্টি হয়। অসুবিধায় পড়েন সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584