নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার ২১শে সেপ্টেম্বর স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ ও চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ইউজিসির ছাত্র স্বার্থবিরোধী তুঘলকী সিদ্ধান্ত ও স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও’র ডাকে গণ প্রতিবাদ দিবস পালিত হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে অর্থাৎ মেদিনীপুর, খড়্গপুর,বেলদা সহ সমস্ত জায়গায় এই গণ প্রতিবাদ কর্মসূচি এবং ইউজিসির পরীক্ষা সংক্রান্ত কালাসার্কুলারের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করা হয়।
মেদিনীপুর শহরে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়, জেলাশাসক দফতরের সম্মুখে বিক্ষোভ দেখানো হয় এবং ইউজিসির ছাত্র স্বার্থবিরোধী কালা সার্কুলার পোড়ানো হয়। অগ্নিসংযোগ করেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ব্রতীন দাস এবং এরপর বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভিসি -র কাছে ডেপুটেশন দেওয়া হয়।
আরও পড়ুনঃ জেলা শাসককে স্মারকলিপি প্রদান গ্রুপ- ডি ওয়েটিং চাকরি প্রার্থীদের
মিছিলে নেতৃত্ব দেন সম্পাদক ব্রতীন দাস । তিনি বলেন “চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত ইউজিসির সিদ্ধান্ত চরম ছাত্র স্বার্থবিরোধী। যা ছাত্র-ছাত্রীদের অনেকটা দিশাহীনতার দিকে নিয়ে যাবে এবং তিনি আরও বলেন, অবিলম্বে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত সঠিক গাইডলাইন দিতে হবে।”
আরও পড়ুনঃ বহরমপুর ডি আই অফিসে কংগ্রেসের ডেপুটেশন
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্যা টুম্পা গোস্বামী, সুজিত জানা, তাপস জানা, রনিতা পড়িয়া সহ দলীয় নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584