ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
শিশুদের ওপর ভারত বায়োটেকের তৈরি কোভিড টিকা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের ট্রায়াল শুরু হলো এইমসে। জানা গিয়েছে, এই পর্যায়ে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপর টিকার ট্রায়াল চালানো হবে।

এইমস ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি কেন্দ্রে ১৮ বছরের কম বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট বয়সের শিশুদের ক্ষেত্রে ইতিমধ্যেই টিকার একটি করে ডোজ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ হাজার বছরের রেকর্ড ভেঙে ভয়াবহ বন্যা চীনে, এখনো পর্যন্ত মৃত ২৫, সাবওয়েতে আটকে যাত্রীসহ ট্রেন
এরপর ১৮ বছরের কম বয়সি শিশু, কিশোরদের প্রত্যেকের ওপর পরীক্ষামূলক প্রয়োগ শেষ হলে ট্রায়ালের ফল পাওয়া জানা যাবে। ১৮ বছর পর্যন্ত বয়সের শিশু-কিশোরদের বয়সের ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করে এই ট্রায়াল হচ্ছে বলেই জানা গিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584