সেখ মুস্তাফা জামান
মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবীতে ছাত্র আন্দোলনকে সমর্থন করল All India Ideal Teachers Association, পঃবঃ শাখা।
মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবীতে চলমান ছাত্র আন্দোলনকে শুধু সঙ্গতই নয় এটা আধুনিকোত্তর যুগের এক পর্যায়ের লজ্জা বলে মন্তব্য করলেন All India Ideal Teachers Association, পঃবঃ শাখার সভাপতি মাহবুবুল হক।
তিনি বলেন, স্বাধীনতার সত্তর বছর পরও ভারতের বৃহত্তম 10টি জেলার একটি।রাজ্যের বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট জেলায় তেমন কোনো নামকরা কলেজ নেই, বিশ্ববিদ্যালয় তো কল্পনার বস্তুতে পরিণত হয়েছে। আশ্চর্যের বিষয় (যাকে বাংলার রূপকার বলা হয়) ডাঃ বিধানচন্দ্র রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য-এর মন্ত্রীসভা এই পশ্চাদপদ জেলায় শিক্ষা বিকাশের জন্য বিশেষ কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। তারা একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনও বোধ করেনি বলেও অভিযোগ করেন মাহবুবুল হক। বর্তমান সরকারও এর ব্যাতিক্রম নয়। অনেক নতুন নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় অনুমোদন পেলেও শিঁকে ছিড়েনি মুর্শিদাবাদের ভাগ্যে।’ তার কথায়, ‘অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন’ মনে করে, এই বঞ্চনার কারণ তো আর অন্য কিছু খুঁজে পাওয়া যায় না এটা ছাড়া যে, এখানকার বৃহত্তম জনগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের। এটা এই জেলার সমস্ত মানুষের অপমান।’
মাহবুবুল হক-এর কথায়, এই জেলা থেকে নির্বাচিত সাংসদদের মধ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী এমনকি ভারতের রাষ্ট্রপতি হলেও মুর্শিদাবাদ যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে। তাই এই বঞ্চনার বিরুদ্ধে মুর্শিদাবাদের ছাত্র-যুব জনতা প্রতিবাদে মুখর হয়েছে, আন্দোলনে সামিল হয়েছে। এই আন্দোলনকে অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন সর্বতভাবে সমর্থন করে এবং মুর্শিদাবাদের আপামর জনতাকে এই আন্দোলনে সামিল হয়ে সার্বিক সহযোগিতার আহ্বান জানায়।
মাহবুবুল হক অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের পঃবঃ রাজ্য শাখার পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বলিষ্ঠ দাবি জানিয়েছেন অবিলম্বে মুর্শিদাবাদে একটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অনুমোদন করার জন্য।মুর্শিদাবাদের জনতার দীর্ঘদিনের দাবী পুরণ করার মাধ্যমে শিক্ষার অগ্র যাত্রা ত্বরান্বিত করা হোক। যতদিন এ দাবী না পূরণ হবে ততদিন বিশ্ববিদ্যালয়ের দাবীতে আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর আকার ধারণ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584