নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
কেন্দ্রীয় কৃষি আইন ও বিদ্যুৎ নীতি বাতিলের দাবিতে দিল্লির কৃষকদের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথিতে ধরনা অবস্থান চলছে। মঙ্গলবার অবস্থানের দ্বিতীয় দিনে, কৃষক রমণীরা যোগদান করে। কৃষক আন্দোলনের সমর্থনে গান আবৃত্তি বক্তব্য পরিবেশিত হয়।

আন্দোলনকারী কৃষকদের সংবর্ধনা জানান অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা রিতা প্রধান এবং অল ইন্ডিয়া ডিওয়াইও জেলা সভানেত্রী স্নেহলতা সাউ সহ অন্যান্যরা।

বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা, কৃষক নেতা কার্তিক বেরা, এমএসএস -এর বেলা পাঁজা, সিক্তা মাজি, ডিওয়াইও’র সঞ্জয় মান্না, নারায়ন মান্না প্রমুখ।

অবস্থান শেষে একটি দৃপ্ত মিছিল এসডিও অফিস পর্যন্ত যায়। আন্দোলনকারীরা জানান আগামীকাল দেশজুড়ে প্রতীকী অনশন করার আহ্বান জানানো হয়েছে দিল্লির কৃষক আন্দোলনের মঞ্চ থেকে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডিএম কে ডেপুটেশন
আগামীকাল তমলুকেও ১০ টা থেকে ৫ টা পর্যন্ত অনশন এ শামিল হবেন কৃষকরা। এই আন্দোলনে সকলকে শামিল হওয়ার জন্য বক্তারা আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584