নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শনিবার গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চার্জমোড়ে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া কৃষক ক্ষেতমজদূর সংগঠন।
এদিন চার্জ মোড়ে ৩১ নং জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । এরফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ গিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে। পথ অবরোধ প্রায় আধঘন্টা চলে।
আরও পড়ুনঃ জনবহুল রাস্তায় উদ্ধার মালিক বিহীন গাড়ি, যানজট
এবিষয়ে এসইউসিআই-র দার্জিলিং জেলার সদস্য জয় লোধ বলেন, কেন্দ্রীয় সরকারের কৃষি আইন লাগু হলে ইংরেজদের সময়ে নীলচাষিদের যে দূর অবস্থা হয়েছিল, ভারতবর্ষের কৃষক দের সেই অবস্থাই হবে।
তাই এই কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইনের বাতিলের দাবিতে এদিন চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হল। কেন্দ্রীয় সরকার যদি কৃষি আইন বাতিল না করে তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584