নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে এদিন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল সারা ভারত কিষান মহাসভা ও সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির নেতা কর্মীরা। এর পাশাপাশি ঘোষপুকুর মোড়েও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার দার্জিলিং জেলার সম্পাদক ঝরেন রায়,সারা ভারত কিষান মহাসভার দার্জিলিং জেলার সম্পাদক পবিত্র সিংহ, এআইসিসিটিইউ -এর রাজ্য সম্পাদক বাসুদেব বসু,সিটুর দার্জিলিং জেলার সম্পাদক সমন পাঠক সহ দলীয় কর্মীরা।
এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গ্রামীণ ডিএসপি অচিন্ত্য গুপ্ত। এরপর ডিএসপি ও ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ পথ অবরোধকারীদের সরিয়ে দেন। এই অবরোধের কারণে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ কৃষি বিল বাতিলের দাবিতে ভগবানগোলায় বামেদের পথ অবরোধ
এই বিষয়ে সারা ভারত কৃষক সভার দার্জিলিং জেলার সম্পাদক ঝরেন রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকারের আনা কৃষিবিলের বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ হচ্ছে এবং আমরা দার্জিলিং জেলার ঘোষপুকুরে করলাম।
আরও পড়ুনঃ কান্দিতে দুঃস্থ শিশুদের ফি মুকুবের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি প্রদান
এর পাশাপাশি তিনি আরও বলেন যে,”বর্তমানে কেন্দ্রীয় সরকার যে আইন পাশ করেছে বিশেষ করে কৃষকদের বিরুদ্ধে ও শ্রমিকদের বিরুদ্ধে, তার ফলে আগামী দিনে তারা কোন আন্দোলন করতে পারবে না। আমাদের দেশে যে খাদ্য সামগ্রী উপলব্ধি হতো তা আর থাকবে না।
রেশনিং ব্যবস্থা ভেঙে পড়বে। তাই এই মানুষ মারা, কৃষক মারা,শ্রমিক মারা এই বিল অবিলম্বে বাতিল করতে হবে। আর যদি বাতিল না করা হয় তাহলে কৃষক, শ্রমিকরা রাস্তায় থাকবে। আর তার জন্য আমাদের যেখানে যেতে হয় যাব এবং যদি জেলেও যেতে হয় গুলি খেতে হয় খাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584