রবিবার সকালে রাজ্যে এলেন মিম সুপ্রিমো, ফুরফুরা শরীফে বৈঠক

0
59

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

রবিবার সাতসকালে রাজ্যে এলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। হুগলির ফুরফুরা শরীফে গেলেন মিম সুপ্রিমো। সেখানে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠকে যোগ দিয়েছেন তিনি বলে খবর।

Asaduddin Owaisi | newsfront.co
বৈঠক। নিজস্ব চিত্র

আজ সকালেই ফুরফুরায় হাজির হন মিম প্রধান। আসাউদ্দিন ওয়াইসির রাজ্যে এসে বৈঠক করার খবর সামনে আসতেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হইচই। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে নিজের দল ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন আব্বাস সিদ্দিকী।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ফিরহাদ

এখন মিম প্রধানের সঙ্গে তাঁর একান্ত বৈঠকে কী হতে চলেছে, কোনদিকে গড়াচ্ছে তাদের ‘সম্পর্কের’ জল, তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। ফুরফুরা শরীফে পৌঁছে ঘুরে দেখেন মিম সুপ্রিমো সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। তারপরই পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠকে যোগ দেন তিনি। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েই সম্ভবত দু’পক্ষের মধ্যে বৈঠক চলছে।

আরও পড়ুনঃ শুভেন্দু আসায় সন্দেহ দূর হয়েছে দিলীপের- জানালেন ঝাড়গ্রামে

এদিকে মিম প্রধানের বৈঠক প্রসঙ্গে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন, “বাস্তব অবস্থা ভোটের আগের সবাই চেষ্টা করছেন। আমাদের রাজ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তার ভিত্তিতে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন ধর্মভিত্তিক ঐক্য যাতে গড়ে তোলা যায়। সেটা রাজ্যের পরিপন্থী হবে। তাই আমরা বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সমস্ত শক্তিকে একজোট করার চেষ্টা করছি। মিমকে ব্যবহার করে বিজেপি এই রাজ্যে শক্তিশালী হতে চাইছে। কিন্তু ওরা শক্তিশালী হলে ফুরফুরাতে দৌড়াতে হত না।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here