মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
দ্বিতীয়ার দিন থেকেই শহরে পুজো মণ্ডপগুলিতে উপচে পরা ভিড় নজরে আসছে। মণ্ডপে প্রবেশ করতে না পারলেও রাস্তাতেই ভিড় করছেন দর্শনার্থীরা। শহর কলকাতার এই জনস্রোত পেরিয়ে দুটো ঠাকুর তো দূরের কথা, একটা ঠাকুরের মুখও দেখতে পেলেন না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ও তাঁর প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী। এবছর ঐন্দ্রিলা প্রেমিক সব্যসাচীর কাছে বায়না করেছিলেন পুজো দেখবেন বলে।
অভিনেত্রীর কথায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েও পরেছিলেন সব্যসাচী। কিন্তু একদিকে কলকাতায় বুর্জ খলিফা, অন্যদিকে ‘ভাগের মা’-এর খোঁজে শহরের রাজপথে যে জনস্রোত নেমেছে, তাতে ঠাকুরই দেখতে পেলেন না এই তারকাজুটি। অগত্যা বাড়ির উদ্দেশ্যেই রওনা দেন সব্যসাচী ও ঐন্দ্রিলা। ভেবেছিলেন এবছর বোধহয় আর ঠাকুর দেখা হবে না। কিন্তু মাঝপথে একটা ক্ষুদ্র নামহীন পুজোমণ্ডপ দেখে থমকে দাঁড়ান তাঁরা। তারপর সেই ছিমছাম মণ্ডপের মা’র কাছে গিয়ে দাঁড়ান দুজন।
ওই পুজো মণ্ডপেই তোলা তাঁদের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ঠাকুর দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। তিনি লিখেছেন, “বায়না করেছিল যে পুজোর ছুটিতে আমি বাড়ি যাওয়ার আগে একটা ঠাকুর দেখাতেই হবে। ঐন্দ্রিলার শরীর একটু ভাল থাকাতে, ভয়ে ভয়ে নিয়ে গিয়েছিলাম দক্ষিণ কলকাতার দুই নামকরা পূজা মণ্ডপে। অজস্র মানুষের মিছিল, ব্যারিকেড আর ‘নো পার্কিং’ এর স্রোতে ঘেমেনেয়ে হতাশ হয়ে বললো “ধুর, বাড়ি নিয়ে চলো, ঠাকুরকেই তো দেখতে পাচ্ছি না।”
আরও পড়ুনঃ ‘অ্যাকশন হিরো’-তে নয়া অবতারে আয়ুস্মান, প্রকাশ্যে এল টিজার
তিনি আরও লিখেছেন, “অচেনা পাড়ার মোড়ে এই ক্ষুদ্র নামহীন প্যান্ডেলটি দেখে একেবারে সামনে গিয়ে দাঁড়ালাম। মধ্যরাতে, মানুষ তো দূরের কথা, কাক পক্ষীও নেই। তবে বিগ্রহের কোনও থিম নেই, চাকচিক্য নেই, আড়ম্বর নেই। বড়ই সাদামাটা, বড়ই আটপৌরে, ঠিক যেন মায়ের মতন।”
আরও পড়ুনঃ পুজোয় নতুনরূপে এল লোকসঙ্গীত ‘ও শিব নাচো রে’
ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বিগত বেশ কয়েক মাস ধরেই তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যে সার্জারি, কেমো, রেডিয়েশনও হয়েছে। আগের থেকে বেশ খানিকটা ভাল আছেন ঐন্দ্রিলা। লড়ছেন এই কঠিন রোগের সঙ্গে। তাঁর এই লড়াইয়ে সবসময় পাশে রয়েছেন সব্যসাচী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584