শীততাপ নিয়ন্ত্রিত প্রসূতি বিভাগ চালু হল জয়পুর গ্ৰামীণ হাসপাতালে

0
34

অভিজিৎ হাজরা, হাওড়াঃ

বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের সংক্রমণ। সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যুদ্ধ চলছে।
মানুষ সমস্ত কষ্ট নিরবে সহ্য করছে। করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লকডাউনের প্রভাবে মানুষের কাজ গেছে। হাতের পুঁজি শেষ হয়েছে।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি আমপান ঘূর্ণিঝড়ে শেষ স্বপ্নও মুছে যাওয়ার সাক্ষী হাওড়া জেলার প্রত্যন্ত গ্ৰামবাংলার মানুষের। তবুও এর মধ্যে চলছে উন্নয়ন। যার উজ্জ্বলতম নিদর্শন হাওড়া জেলার আমতা ২ নং ব্লকের জয়পুর বি বি ধর গ্ৰামীণ হাসপাতাল।

আরও পড়ুনঃ বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি প্রশাসনের

লকডাউন ও আমপানে গ্ৰাম বাংলায় ক্ষতি হলেও এরই মধ্যে মানুষের মুখে হাসি ফোটাতে এই হাসপাতালে প্রসূতি বিভাগ শীততাপ নিয়ন্ত্রিত হল। জয়পুর বি বি ধর গ্ৰামীণ হাসপাতালের শীততাপ নিয়ন্ত্রিত প্রসূতি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আমতা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি, সমাজসেবী সুকান্ত পাল।

hospital room | newsfront.co
নিজস্ব চিত্র

শীততাপ নিয়ন্ত্রিত প্রসূতি বিভাগের উদ্বোধন করে সুকান্ত পাল বলেন,” বাম জমানায় ১৯৮৬ সালে এই হাসপাতাল তৈরী হলেও রোগীরা স্বাস্থ্য পরিষেবা সেরকম ভাবে পায়নি। হাসপাতালের পরিকাঠামো উন্নত মানের ছিল না। হাসপাতালকে উন্নত মানের করার জন্য এলাকার মানুষরা তৎকালীন সময়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল।

আরও পড়ুনঃ রথ যাত্রার দিন খুলছে তারাপীঠের মন্দির

কিন্তু বাম সরকার মানুষের সেই আবেদনকে কোন গুরুত্ব দেয়নি। হাসপাতাল উন্নয়নের জন্য কোন চেষ্টাই করেনি।২০১১ সালে রাজ্যের শাসন ক্ষমতা পরিবর্তন হওয়ার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন হাসপাতালে উন্নতির ছোঁয়া লেগেছে। সেই উন্নতির ছোঁয়া এবার এসে লাগল জয়পুর বি বি ধর গ্ৰামীণ হাসপাতালে।

গ্ৰীষ্ণকালীন সময়ে প্রচন্ড গরমে এই হাসপাতালে প্রসূতি ও তার সদ্যজাত সন্তান প্রচন্ড অসুবিধার সম্মুখীন হত। সেই কারণে এবার এই হাসপাতালে প্রসূতি বিভাগের ১৮ টি বেড শীততাপ নিয়ন্ত্রিত করা হল।” তিনি আরও বলেন,”আগামী দিনে এই হাসপাতালের প্রতিটি ওয়ার্ড শীততাপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে।” রোগী ও তার আত্মীয় স্বজনদের জন্য প্রতীক্ষালয় আছে। আগামী দিনে আরও প্রতীক্ষালয় বাড়ানো হবে, বলে তিনি জানান। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর বি বি ধর গ্ৰামীণ হাসপাতালের সুপার সুকান্ত বিশ্বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here