নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ থেকে কলকাতা যাওয়ার ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। তাই এবার শীতাতপ নিয়ন্ত্রিত বাসের মাধ্যমে সড়কপথেই চালু হল যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন এই বাস চলবে বলে জানা গিয়েছে।
শ্যামলী পরিবহণের উদ্যোগে শীতাতপ নিয়ন্ত্রিত বাস রবিবার রাতে কালিয়াগঞ্জ থেকে কলকাতা য়ায়। ফিতা কেটে এই শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবার সুচনা করেন কালিয়াগঞ্জের পুর প্রশাসক কার্তিক পাল।
আরও পড়ুনঃ লকডাউনের পর প্রথম খুলল অমরনাথ
কালিয়াগঞ্জ শহর থেকে শ্যামলী পরিবহণের এই শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলবে রায়গঞ্জ দিয়ে মালদহ হয়ে। কালিয়াগঞ্জ থেকে কলকাতা এই বাসের ভাড়া পড়বে ৭৫০ টাকা বলে জানিয়েছেন পরিবহণ সংস্থার স্থানীয় প্রতিনিধি বিপ্লব সাহা। কালিয়াগঞ্জ থেকে শ্যামলী পরিবহণ সংস্থার এই শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিসেবা চালু হওয়াতে খুশি সাধারণ মানুষ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584