সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের গলসি ১নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসব ইউনিটে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হল।

গলসি ১নম্বর ব্লকের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে এই স্বাস্থ্যকেন্দ্রের উপর প্রায় পঞ্চাশ হাজার মানুষ নির্ভরশীল। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিমাসে গড়ে ৭০ জন সন্তান প্রসব করেন বলে জানা যায়।

তারপরেও দেখা যায় এই ব্লকের বেশ কিছু প্রত্যন্ত গ্রামে হাসপাতালের পরিবর্তে বাড়িতেই প্রসবের চেষ্টা করেন অনেক মহিলা। এই প্রবণতা বন্ধ করতেই এলাকার গর্ভবতীদের নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হল।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে কৃষি দফতরের স্থায়ী সমিতির বর্ধিত বৈঠক
হাসপাতালে বিএমওএইচ শেখ ফারুক হোসেন বলেন, হাসপাতাল বা প্রসব নিয়ে অনেক সময়ই গর্ভবতীদের মনে ভয় কাজ করে। প্রত্যন্ত এলাকার মহিলারা বাড়িতে প্রসবের চেষ্টা করেন। তাতে ঝুঁকি থেকে যায়।
বাড়িতে প্রসবের ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভীতি কাটিয়ে যাতে হাসপাতালে গর্ভবতী মহিলারা আসেন তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার মধ্যে দিয়ে চিকিৎসকরা প্রসব নিয়ে ভুল ধারণাগুলি বলেন গর্ভবতী মহিলাদের।
একই সাথে শেখ ফারুক বলেন, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর ফলে গরমে যে কষ্ট প্রসূতিরা পেতেন তা আর পাবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584