সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া, লক্ষ লক্ষ যাত্রীর তথ্য ফাঁসের আশঙ্কা

0
57

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

এবার সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া। প্রায় ৪৫ লক্ষ যাত্রীর ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য-সহ ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই যাত্রীদেরও পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দিয়েছে বিমান সংস্থা।

air india | newsfront.co
প্রতীকী চিত্র

এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, ‘২০১১ সালের ২৬ অগস্ট থেকে ২০২১সালের ৩ ফেব্রুয়ারির মধ্যে যা তথ্য নথিভুক্ত হয়েছিল, তার সমস্তই হ্যাকারদের হাতে চলে গিয়েছে। যাত্রীদের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, পাসপোর্ট, টিকিট ডেবিট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়ে গিয়েছে’।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে তথ্য হ্যাক, সতর্ক করল কলকাতা পুলিশ

তবে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, তথ্য ফাঁস হলেও সিস্টেমে কিছু অস্বাভাবিক পাওয়া যায়নি। তবে তথ্য চুরি যাওয়ার পর যা যা করণীয় তা করা হচ্ছে জানিয়েছে ওই বিমান সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here