ওয়েব সিরিজে ঐশ্বর্য

0
844

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই প্রথমবার ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন ঐশ্বর্য সেন। ঐশ্বর্য বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। পুণ্যি পুকুর, ইচ্ছেনদী, শুভদৃষ্টি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এ দাপিয়ে অভিনয় করেছেন ঐশ্বর্য।

actress Aishwaria Sen | newsfront.co

আর এই মুহূর্তে ‘কোড়া পাখি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। স্বামীহারা বনলতা থাকে শ্বশুরবাড়িতেই। শ্বেতবসনা ঐশ্বর্য একেবারে অন্যরকম বনলতার ভূমিকায়।

Aishawaria Sen | newsfront.co

এবার ওয়েব সিরিজে অভিনেত্রী। আড্ডা টাইমসে ঋতুপর্ণ ঘোষ এবং তাঁর ২০০০-এ নির্মিত ছবি ‘উৎসব’কে ট্রিবিউট দিতে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘উৎসব এর পরে’।

Tele actress | newsfront.co

সেখানেই গল্পের কেন্দ্রে থাকা বনেদি বাড়ির মেয়ের চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যকে। বাবলি ক্যারেক্টার ঐশ্বর্যর। তিনি নিজে আসলে যেমন তেমনই এক চরিত্রে আড্ডা টাইমস-এ ধরা দেবেন ঐশ্বর্য।

আরও পড়ুনঃ আড্ডা টাইমসে আসছে ‘উৎসব এর পরে’

এই ওয়েব সিরিজে তাঁর বিপরীতে থাকছেন ঋতব্রত মুখার্জি। ইন্ডাস্ট্রির এই নতুন জুটি ওয়েবে কেমন কামাল দেখায় সেটাই দেখার। টেলি অভিনেত্রী ঐশ্বর্যকে ওয়েবে দেখার অপেক্ষায় থাকবে তাঁর সোশ্যাল মিডিয়ায় বসবাসকারী অগণিত ফ্যানকূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here