শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আগামী ২৫ নভেম্বর পুরভোট আগরতলায়। তার ঠিক ন’দিন আগে প্রকাশিত হল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার, “আগরতলার জন্য নবরত্ন”। নামেই বোঝা যাচ্ছে আগরতলার জন্য নয় দফা কর্মসূচী এটি।
দেখে নেওয়া যাক ঠিক কি কি রয়েছে এই ‘নবরত্ন’ কর্মসূচীতে:
• প্রথমেই রয়েছে ‘উন্নত নগর, উন্নত সমাজ’ – অর্থাৎ নাগরিক পরিকাঠামো উন্নয়নের ৫টি প্রতিশ্রুতি। খানাখন্দহীন আগরতলা, শহরের ৪টি প্রধান জায়গায় বিনামূল্যে হাই-স্পিড ওয়াই-ফাই, পরিষ্কার এবং স্মার্ট বায়ো টয়লেট, বাজার-পার্কের রক্ষণাবেক্ষণ এবং শ্মশান ঘাটের উন্নয়ন।
• দ্বিতীয় প্রতিশ্রুতি, নাগরিক সুরক্ষার উন্নয়ন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগরতলায় বাড়ানো হবে রাস্তার আলোর সংখ্যা। এ ছাড়া আগরতলায় দুটি পর্যায়ে অতিরিক্ত ৭০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। টহলদারি ভ্যান এবং মেয়েদের নিরাপত্তার জন্য পিঙ্ক অটো/ট্যাক্সি চালু করার কথা বলা হয়েছে।
• তৃতীয় প্রতিশ্রুতি, পরিচ্ছন্ন আগরতলা। তার জন্য বর্জ্যের ব্যবস্থাপনা এবং নিকাশি ব্যবস্থার সংস্কারের কথা বলা হয়েছে।
• এছাড়া জন অভিযোগের নিষ্পত্তি, সু্স্বাস্থ্যের আশ্বাস, সম্পত্তি এবং জলের করে ছাড়, ওয়াটার এটিএম তৈরি করে বিনামূল্যে পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা, হকারদের জন্য শংসাপত্র এবং পুনর্বাসনের প্রতিশ্রুতি এবং পুরকর্মীদের জন্য সুস্থ পরিবেশের আশ্বাস।
আরও পড়ুনঃ বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় আজ বিধানসভায় প্রস্তাব পাস
আগরতলার পুরভোটকেই যে প্রাক বিধানসভা ‘অ্যাসিড টেস্ট’ ধরে নিয়ে এগোচ্ছে তৃণমূল সেকথা বলা বাহুল্য। ত্রিপুরাবাসীর মন বুঝতে পুরভোটকেই যথাযথ গুরুত্ব দিয়ে লড়তে চলেছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584