মনিরুল হক, কোচবিহারঃ
দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে কোচবিহারে টানা আন্দোলন করে চলেছে কৃষক সংগঠন অগ্রগামী কিষাণ সভা। আজ দিনহাটার সাহেবগঞ্জে ২ নম্বর ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই কৃষক সংগঠন।
সেখানে উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, অগ্রগামী কিষাণ সভার দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি মনিন্দ্রনাথ বর্মণ, মক্তেদার রহমান, কংগ্রেস সেবা দলের নেতা আব্দুল বারি সহ বেশ কয়েকজন নেতৃত্ব।
আরও পড়ুনঃ গত চার বছরে দেশে সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে শিশুরা, একই অবস্থা পশ্চিমবঙ্গেরও
যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ বলেন, “মোদী সরকার যে ভাবে আইন করে দেশের কৃষকদের জমিকে আম্বানি আদানিদের হাতে তুলে দিতে চাইছেন, যেভাবে কৃষকদের নিজের জমিতে চুক্তি ভিত্তিক ভাগ চাষি করার চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে আমরা টানা আন্দোলন করে যাব। প্রতিটি কৃষক এই আইনের বিরুদ্ধে গর্জে উঠবে। কৃষকের বাড়ির মহিলারা চিৎকার করে প্রতিবাদ জানাবে। সেই লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি।”
আরও পড়ুনঃ দাবি আদায়ে অনশনে কৃষকরা, সিদ্ধান্তে অনড় কেন্দ্রও
দিল্লি অবরুদ্ধ করে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ওই আন্দোলনের চাপে কয়েক দফায় বৈঠক হওয়ার পরেও সমাধান সূত্র বের হয়নি। ফলে আন্দোলনরত কৃষকরা আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন। একাধিক নতুন নতুন রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। টোলপ্লাজা অবরুদ্ধ করে টোল আদায় বন্ধ করে দিয়েছে।
প্রতিবাদে মোবাইলে লক্ষ লক্ষ জিও নেটওয়ার্ক বয়কট করে নিজেদের নম্বর অন্য নেট ওয়ার্কে পোর্ট করে নিচ্ছেন কৃষক আন্দোলনের সমর্থকরা। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের সাথে কোচবিহারের তুফানগঞ্জে সারাভারত কৃষক সংঘ সমন্বয় সমিতির বাম-কংগ্রেস যৌথ মঞ্চ দুই ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে। সীমান্তবর্তী গ্রাম দিনহাটার সাহেবগঞ্জেও চলছে প্রতিবাদ আন্দোলন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584