নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
“করোনা মোকাবিলায় গোটা রাজ্যের কাছে মডেল আলিপুরদুয়ার জেলা”। জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর বুধবার এভাবেই আলিপুরদুয়ার সম্পর্কে নিজের উপলব্ধি ব্যক্ত করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। আর এতেই খুশি জেলা স্বাস্থ্য দফতর।
এদিন সকাল ৯টা নাগাদ আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় তিনি জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দফতরের সাথে বৈঠকে বসেন। এদিন উপস্থিত ছিলেন, ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টর সৌমিত্র মোহন।
প্রায় ২ ঘন্টার বৈঠকের শেষে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা আলিপুরদুয়ারের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় গোটা রাজ্যের কাছে মডেল আলিপুরদুয়ার জেলা।
আরও পড়ুনঃ নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির
তিনি আরো বলেন, আলিপুরদুয়ার কোভিড মোকাবিলায় গোড়া থেকেই ভীষণ ভালো কাজ করে আসছে। তবুও যেহেতু মৃত্যুর সংখ্যা বাড়ছে তাই আরো টেস্ট বাড়াবার জন্য তিনি জেলা স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছেন বলে জানান।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584