বিরাটের বিরুদ্ধে অভিযোগ দুই সিনিয়র ক্রিকেটারের

0
78

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

রবীচন্দ্রন অশ্বিন নয় দুই সিনিয়র ক্রিকেটার অভিযোগ করেন বিরাটের বিরুদ্ধে বলে জানা গেছে। ভারত অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার পোস্ট নিয়ে গত কয়েকদিন ধরে বিস্তর লেখালেখি চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

Rahane Pujara to Virat Kohli

সূত্র মারফত জানা গেছে, ভারতীয় টি টোয়েন্টি দলে বিরাট কোহলি তড়িঘড়ি অধিনায়কত্ব ছাড়ার পেছনেই মূলত অভিযোগ করেছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। এই দুই সিনিয়র ক্রিকেটার বোর্ড সচিব জয় শাহকে অধিনায়ক বিরাট কোহলি বিরুদ্ধে অভিযোগ জানান। এর আগে এ বিষয়ে রবিচন্দ্রন অশ্বিনের নাম উঠে আসে। সূত্রের খবর, ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর ভারতের এই দুই তারকা চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানের পারফরম্যান্স নিয়ে সংবাদমাধ্যমে ভারত অধিনায়ক বিরাট কোহলি মন্তব্য করেন যে আউট হয়ে যাব বলে বোলারদের মাথায় তুললে হবে না রান করার মানসিকতা দরকার। এই মন্তব্যে বেজায় চটে যান এই দুই ক্রিকেটার।

বিরাট কোহলির সংবাদমাধ্যমে এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি তারা। তাই সরাসরি বোর্ড সচিব জয় শাহকে এই বিষয়ে অভিযোগ করেন। যদিও অধিনায়ক বিরাটের পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র ভারতের জাতীয় দলের নয় তিনি বর্তমানে আইপিএল লিগে বেঙ্গালুরু অধিনায়কত্ব ছেড়ে শুধুমাত্র ব্যাটিংয়ে মনোনিয়োগ করতে চান আগামীদিনে।

আরও পড়ুনঃ উয়েফা লীগে বড়ো অঘটন, রিয়াল’কে হারাল শেরিফ টিরাষ্পল

সূত্র মারফত আরও জানা গিয়েছে, বোর্ড ওই দুই সিনিয়র ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে দলের অন্যান্যদের সঙ্গে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সফর শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। যদিও ক্রিকেট অধিকাংশের ধারণা আগামী দিনে একদিনের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন বিরাট কোহলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here