জিএসটি বিষয়ক কর্মশালা

0
103

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

সাধারণ মানুষকে জিএসটি বিষয়ে একটি সঠিক ও স্বচ্ছ ধারনা দিতে ভারতীয় বিদ্যা ভবনে অনুষ্ঠিত হলো ‘জিএসটি টুওয়ার্ডস গুড সোশ্যাল ট্যাক্স’ এর ওপর ওয়ার্কশপ। ৩০শে নভেম্বর কলকাতার ভারতীয় বিদ্যাভবনে জিএসটি সংক্রান্ত একটি আলোচনা সভা তথা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বিদ্যা ভবন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স কলকাতার চেয়ারম্যান জি ডি গৌতমা, ইন্সটিটিউট অফ কস্ট একাউন্টেস অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট সি এম এ মানস কুমার ঠাকুর, ভারতীয় বিদ্যা ভবনের ডিরেক্টর ডক্টর জি ভি সুভ্রামান্যিয়াম, ভারতীয় বিদ্যা ভবন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স কলকাতার প্রিন্সিপাল ডক্টর আর কে পাত্র আর রাজপুর চ্যাপ্টার ইন্সটিটিউট অফ কস্ট একাউন্টেন্টস অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সিএমএ এস এন দাস সহ অন্যান্যরা।

নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানের যৌথ উদ্যোক্তা হিসাবে ছিল রাজপুর চ্যাপ্টার অফ আই সি এ আই এবং ভারতীয় বিদ্যা ভবন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স কলকাতা। উদ্যোক্তারা জানান, জিএসটি বিষয়ে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতেই এই আলোচনা সভার আয়োজন করেছিলেন তারা। ভারতবর্ষে জিএসটি চালু হলেও জিএসটি-র বিষয়ে স্বচ্ছ ধারণা নেই সাধারণ মানুষের। তাই মানুষকে জিএসটি নিয়ে স্বচ্ছ ধারনা দিতেই এই আলোচনা সভা। আগামী দিনে কিভাবে সমস্ত মানুষের মধ্যে জিএসটির ধারণা প্রচার করা যায়, সেই বিষয়ে আরও অত্যাধুনিক পরিকল্পনা করবেন বলেও জানান তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here