রাজনৈতিক কর্মী ও সামাজিক অবদানের জন্য আনারুলকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়ার দাবি আইনজীবীর

0
95

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাজনৈতিক কর্মী হওয়ার কারণে বহু সামাজিক অবদান তাই বগটুই কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত আনারুল হোসেনের জন্য প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দাবি করলেন তাঁর আইনজীবী। শুক্রবার আনারুলের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। তবে তাঁকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়া হবে কিনা সে বিষয়ে সিবিআই-এর কাছে রিপোর্ট চায় আদালত। আগামী ২০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।

anaruls advocate demands first class prisoner stature
ছবিঃ উইসনিউজ

 

উল্লেখ্য, জেলে বন্দিদের সামাজিক অবদানের দিকটি বিবেচনা করে তাঁদের বিভিন্ন শ্রেণীর মর্যাদা দেওয়া হয়ে থাকে। আদালতের কাছে আনারুলের আইনজীবী জানান, সিবিআই আনারুল হোসেন কে তৃণমূল কংগ্রেসের একজন ব্লক সভাপতি হিসেবেই দেখিয়েছে অর্থাৎ তিনি একজন রাজনৈতিক কর্মী। তা সত্বেও তাকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ দীর্ঘ ১১ বছর পরে জঙ্গলমহলের বেশ কিছু জায়গায় ভালো রকম সাড়া মাওবাদীদের ডাকা বনধে

আনারুলের আইনজীবীর দাবি,  এর পরেই সিবিআইয়ের কাছে রিপোর্ট চায় আদালত। সিবিআই-এর কাছে আদালত জানতে চায়, আনারুল সত্যিই রাজনৈতিক কর্মী কি না এবং সমাজে তাঁর কী কী অবদান রয়েছে। আনারুলের আইনজীবী জানান, সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতেই আদালত সিদ্ধান্ত নেবে, আনারুলকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হবে কি না।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here