নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এনআরসি ও ক্যাব বিরোধী মিছিল জেলা জুড়ে করবে তৃণমূল। শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। এদিন জেলা তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক শেষে মন্ত্রী সৌমেন মহাপাত্র, দীনেন রায়কে পাশে বসিয়ে অজিত মাইতি জানান, জেলা জুড়ে তৃণমূলের কোনো নেতা, জন প্রতিনিধি বিক্ষোভ আন্দোলনে অংশ নিচ্ছেন না। দলীয় পতাকা নিয়ে কোথাও আন্দোলন করা যাবে না।
রবিবার থেকে জেলার মূল বিক্ষোভ আন্দোলন হবে। এরপর প্রতি ব্লকে ও গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি চলবে।
অজিত জানান , বিজেপি যে পাপ করেছে এতে আগুন জ্বলছে সারা দেশ জুড়ে। মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তৃণমূলের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে কেউ আইন হাতে তুলে নেবেন না। তৃণমূল এর প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করবে।
আরও পড়ুনঃমেদিনীপুরে ভিটামিন ডি নির্ধারণ শিবির
গণতান্ত্রিক ভাবে এই আন্দোলনে সকলকে সামিল হওয়ার আবেদন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584