বাড়ি বাড়ি লাশ খুঁজছেন দিলীপ ঘোষ! ঘাটালে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বললেন অজিত

0
236

 

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে তৃণমূল কংগ্রেসের ঘাটাল বিধানসভা এলাকার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক দিনেন রায়, জেলা সভাপতি অজিত মাইতি ও সাধারণ সম্পাদক গোপাল সাহা,ঘাটালের বিধায়ক শংকর দোলুই, তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ মাজি ও অরুন মন্ডল সহ আরও অনেকে।

bijoya sammilani | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দলীয় কর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওই অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় হয়,যা সমাবেশে পরিণত হয়। অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি তার ভাষণে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলির সাফল্য তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাড়ি বাড়ি লাশ খুঁজে বেড়াচ্ছেন। দিলীপ ঘোষ বুধবার কেশপুরের খেতুয়াতে বলেছেন লাশ ফেলে দেবেন। তার জবাবে অজিত মাইতি বলেন, “দিলীপ ঘোষ লাশের কারবারি করে।তাই লাশ নিয়ে ব্যবসা করার জন্য লাশ খুঁজছেন।”

meeting | newsfront.co
জনসমাগম। নিজস্ব চিত্র

তিনি বলেন, “সংগ্রাম করে তৃণমূল কংগ্রেস এই জায়গায় উঠে এসেছে। আগামী বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের মতো একটা অর্বাচীন মানুষের জবাব দেবে পশ্চিম মেদিনীপুর জেলার জনগণ। পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না ।বিজেপি যেভাবে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তার মোকাবিলা করবে। তৃণমূল কংগ্রেস উন্নয়ন ও শান্তি চায়। কিন্তু বিজেপি জেলাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর হামলা করছে। ধৈর্য্যের একটা সীমা রয়েছে। এখনও তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংযত রয়েছে, আইন হাতে তুলে নেয়নি। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি।”

আরও পড়ুনঃ ‘আমরা দাদার অনুগামী’! শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার শিলিগুড়িতে

কেন্দ্রীয় সরকার বঞ্চনা করা সত্ত্বেও বাংলার উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছেন। তা সত্ত্বেও বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত শুরু করছে।আর তাতে মদত দিচ্ছেন কেন্দ্রে থাকা বিজেপির নেতা মন্ত্রীরা বলে তিনি জানান। অমিত শাহ প্রসঙ্গে তিনি বলেন, “অমিত শাহ যতবার খুশি রাজ্যে আসুক না কেন তাতে আমাদের কোন দুঃখ আসে না। উনি বেড়াতে এসেছেন আবার চলে যাবেন। ওরা বাংলার কোন দিনই ভাল চাননি। আগামীদিনেও চাইবে না। ওরা বাংলাকে সোনার বাংলা গড়ার কথা বলছে আগে ওনারা উত্তরপ্রদেশকে সোনার উত্তরপ্রদেশ গড়ে তুলুক তারপরে কথা বলবেন। কারণ বাংলা আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখাবে।”

আরও পড়ুনঃ অনুষ্ঠান করার প্রশাসনিক অনুমতির দাবিতে পথ অবরোধ শিল্পীদের

কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ভয় পাবেন না। ঐক্যবদ্ধভাবে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরবেন এবং কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনার কথা মানুষকে জানাবেন। জেলার মানুষ তথা রাজ্যের মানুষ তৃণমূলের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে। মাথা ঠান্ডা করে দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য তিনি কাজ করার আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here