নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে বাড়ি ফেরার পথে কেশপুর থানার আমড়াকুচি এলাকায় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এই ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের তৃণমূল কর্মী আফতাব উদ্দিন মল্লিকের এবং আহত হয় ২৫ জন তৃণমূল কর্মী।
মৃত তৃণমূল কর্মীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষা কোলা অঞ্চলের পানিহাট গ্রামে।মঙ্গলবার মৃত ওই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি।
আরও পড়ুনঃ পুলিশ গুলি করলে অনেক লোক মারা যেত- সুব্রত মুখোপাধ্যায়
আরও পড়ুনঃ মিছিল ডেকে নিজেরাই লোক মারে বিজেপি- দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, তৃণমূল যুব কংগ্রেসের নেতা নির্মাল্য চক্রবর্তী,কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, ব্লক যুব সভাপতি আসিফ ইকবাল সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব।
আগামী দিনে ওই মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি মৃত দলীয় কর্মীর পরিবার বর্গকে সমবেদনা জানিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি আহত দলীয় কর্মীদের সুস্থ করে তোলার জন্য দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584