নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে ঘাটালে ছাত্র অঙ্গীকার কর্মসূচির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী, ঘাটাল শহরের তৃণমূলের যুব সভাপতি সুদীপ মণ্ডল, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য, রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ আরো অনেকে।
ওই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ছাত্র ছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বলে অঙ্গীকার করেন। তারা বলেন, আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ করবেন।
তাঁরা এও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কাউকেই আর আমাদের নেত্রী হিসেবে মনে করি না। তিনি আমাদের একমাত্র নেত্রী, তাই তার নির্দেশ মেনে আমরা বিধানসভা নির্বাচনী প্রচারে নামব।” তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি তার ভাষণে ছাত্র-ছাত্রীদের বিধানসভা নির্বাচনে কি কি কাজ করতে হবে তা তিনি বিস্তারিত ভাবে বলেন।
আরও পড়ুনঃ সাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সেই সঙ্গে তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ কর্মের খতিয়ান তুলে ধরেন। ওই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে তীব্র ভাষায় কটাক্ষ করেন। তারা বলেন, “দলে থেকে দলের কর্মীদের কাজ না দিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন দলের লোকেদের চাকরি করে দিয়ে শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। গদ্দার শুভেন্দু অধিকারী কে পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ উপযুক্ত জবাব দেবেন।
আরও পড়ুনঃ ১৩ জানুয়ারি থেকে শুরু করোনা টিকাকরণ
মুখে ক্ষুদিরামের নাম,হাত ধরবেন নাথু রামের এটা বাংলার মানুষ কোনদিনই মেনে নেবে না। তিনি বলেন বিদ্যাসাগর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, সতীশ সামন্ত সহ যারা স্বাধীনতা আন্দোলনের জন্য জীবন বিসর্জন দিতে পিছপা হয়নি তারা শুধু আমাদের মেদিনীপুরের গর্ব নয় সারা ভারতের গর্ব তাই তাদেরকে নিয়ে আমরা কোন রাজনীতি হতে দেব না।
আমরা চাই শান্তি ও উন্নয়ন।” তাই তৃণমূল নেতারা ছাত্র-ছাত্রীদের বলেন, হিংসা নয়, শান্তি চাই,বিভেদ নয়, ঐক্য চাই, বাংলার মানুষের উন্নয়ন চাই। তাই শুভেন্দু অধিকারী ও তার দল বিজেপির বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের রাস্তায় নেমে আন্দোলন করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584