নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে ভিনরাজ্যে কাজ হারিয়ে পরিবারের টানে ফিরে এসেও ঠাঁই হয়নি বাড়িতে। সংক্রমণের ভয়ে দেখা করতে পারছেন না পরিবারের সঙ্গে। নিজেকে কোয়ারেন্টাইন করতে পুকুরের ধারে একটি গাছের উপর মাচা বেঁধেই দিন কাটাচ্ছেন অজিত মণ্ডল।
রায়গঞ্জের বরুয়া গ্রামপঞ্চায়েতের রাঁড়িয়া গ্রামের বাসিন্দা অজিত মণ্ডল কাজের আশায় হরিয়ানায় গিয়েছিলেন। সেখানে একটি গাড়ির কারখানায় কাজ করতেন। লকডাউনের মাঝেই সম্প্রতি তিনি গ্রামে ফিরেছেন।
রোদ ঝড় বৃষ্টি মাথায় করেই চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এই পরিযায়ী শ্রমিক।
পরিবার তো বটেই, গ্রামের কোন লোক সাহায্যের হাত বাড়িয়ে দেননি। নিজেই যা রান্না করছেন, সেটাই খেয়ে থাকছেন।
আরও পড়ুনঃ লকডাউনে চাকরি খুইয়ে কলা বিক্রি করছেন শিক্ষক, সাহায্যার্থে এগিয়ে আসলেন প্রাক্তন ছাত্ররা
অজিতবাবু জানান, ‘এখানে থাকতে যতটা কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি মনোকষ্ট তাঁর। এতদূর থেকে বাড়ির কাছে ফিরে এসেও পরিবারের লোকেদের সাথে দেখা করতে না পারার জন্য। তবে পরিবার ও গ্রামবাসীদের স্বার্থেই এই ১৪ দিন গাছের উপরেই কাটাবেন বলে ঠিক করেছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584